বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা এখন কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির ঘরণী। ব্যক্তিগত জীবনে তারা যে যার ধর্ম পালন করলেও কট্টরপন্থীদের ভার্চুয়াল আ’ক্রমণের শি’কার হচ্ছেন প্রায়ই।
সম্প্রতি কালীপূজার উদ্বোধ’ন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এই ছিল তার ‘অ’পরাধ’। যার জন্য ফেসবুকে দা উঁচিয়ে হ’ত্যার হু’মকি পর্যন্ত দেওয়া হয়েছে।
চা’পের মুখে নতিস্বীকার করতে বা’ধ্য হয়েছেন সাকিব। ক্ষমা চেয়েছেন তিনি। তবে কট্টরপন্থীদের হু’মকির মুখে আরেক বাংলাদেশি নতিস্বীকার করতে নারাজ। বরং সামাজিকমাধ্যমকে হাতিয়ার করেই ধর্মীয় গোঁড়ামির বি’রুদ্ধে সোচ্চার হলেন সৃজিতপত্নী রাফিয়াথ রশিদ মিথিলা।
নিজের বক্তব্য প্রকাশ করতে মে’য়ের প্রথম ভাইফোঁটা দেওয়ার ছবি টুইটারে শেয়ার করেছেন মিথিলা। তারপরই নেটিজেনদের উদ্দেশ্য করে লেখেন, “সমস্ত প্রকারের ধর্মীয় গোঁড়ামিকে না বলুন। আর উৎসবের আ’নন্দকে উদযাপন করুন, উপভোগ করুন। আর আমি ই’চ্ছাকৃতভাবেই জো’র গ’লায় একথা বলছি। নিজেদের দ্বিচারিতা আর ‘আপনি কি হিন্দু হয়ে গেছেন?’ ধরনের বোকাবোকা মন্তব্যগুলো নিজেদের কাছেই রাখু’ন। ”
২০১৯ সালের ডিসেম্বরে পরিচালক নির্মাতা সৃজিত মুখার্জির স’ঙ্গে মিথিলার বিয়ে হয়। মু’সলিম হয়ে হিন্দু ধর্মে বিয়ে করার জন্য এর আগেও একাধিকবার নেটাগরিকদের কটাক্ষের শি’কার হতে হয়েছে তাঁকে ও পরিচালককে।
কিন্তু তার পরোয়া কোনোদিনই করেননি তারকা দম্পতি। যাবতীয় কটাক্ষ, বিদ্রূপকে উপেক্ষা করেই নিজেদের ভিন্ন আচার, রীতি-নীতি আপন করে নিয়েছেন ভালোবাসার জো’রে।