ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের প্রে’সিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, ফিলিস্তিনি ভাইদের কখনোই একা ছেড়ে দিবো না।
আমরা সবসময় মাজলুমের সাথে আছি। মাজলুমের হাতে হাত রেখে জালিমের বি’রুদ্ধে লড়াই করবো।
রবিবার (২৯ নভেম্বর) ইস্তাম্বুলে অবস্থিত আল কুদস ফোরামের নতুন ভবন উদ্বোধ’ন উপলক্ষে লিখিত বক্তব্যে তুর্কী প্রে’সিডেন্ট এসব কথা বলেন।
তিনি বলেন, জেরুসালেম সাধারণ কোনো ইস্যু নয়। এটা আমাদের হৃদয়ের সাথে সম্পৃক্ত। এমনকি বিশ্বের ১৮০ কোটি মু’সলমানদের জন্য গুরুত্বপূর্ণ আল কুদস।
১৯৬৭ সালের পর থেকে নানান অবিচারের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে ফিলিস্তিনি ভাইগণ। আমরা তাদের সাথে আছি এবং কখনো একা ছেড়ে দিবো না।
ফিলিস্তিন শুধু আরব বা মু’সলিম বিশ্বের জন্য ইস্যু নয়। বরং রাজনীতি বা ধর্মের উর্ধ্বে সবাই ফিলিস্তিনিদের পক্ষাবলম্বন করে আসছেন।
অকারণে আলেম সমাজকে নিয়ে কটূকথা বলবেন না: ডা. জাফরুল্লাহ
অকারণে আলেম সমাজকে নিয়ে কটূকথা বলবেন না। কথা বলার অধিকার সবার আছে, তাদের কথা বলতে দিন। স’রকারের উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী একথা বলেন।
সোমবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত দেশে ধ**র্ষণ-শি’শু নি’র্যাতন ও বিচারহীনতার প্র’তিবাদে এক মা’নববন্ধ’নে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
সাংবিধানিক অধিকার ফোরামের ব্যানারে এ মা’নববন্ধ’ন অনুষ্ঠিত হয়।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, অহেতুক বিতর্ক সৃষ্টি না করে যে কাজটা করতে পারবেন সেটা করুন।
উন্নয়নের জন্য পু’লিশকে অনুরোধ করেন তারা যেন ফুটপাত থেকে রিকশাচালক ও দিনমজুরের কাছ থেকে ঘুষ না খায়। তাতে স’রকার লাভবান হবে।
ভাস্কর্য স্থাপনের বি’ষয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, অকারণে অহেতুক বিতর্ক করবেন না। আলেমরা আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, স’রকারের দায়িত্ব হবে মানবিক হওয়া। অহেতুক বিতর্ক করে ইসলামকে ছোট করবেন না।
তিনি অন্যদের মাধ্যমে প্রভাবিত না হয়ে আলেম’দের কাজ করার আহ্বান জানান।
সাংবিধানিক অধিকার ফোরামের সভাপতি বাবু সুরঞ্জন ঘোষের সভাপতিত্বে আয়োজিত মা’নববন্ধ’নে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন,
কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন, ম’হিলাদল নেত্রী আরিফা সুলতানা রুমা, ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।