বিএনপির নেতা মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ নেতারা মুক্তিযু’দ্ধ করেনি শুধু যু’দ্ধের গল্প শুনেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ‘শহীদ প্রে’সিডেন্ট জিয়াউর রহমান: মুক্তিযু’দ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক ভার্চুয়াল সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের বি’রুদ্ধে কেউ কথা বললেই তার বি’রুদ্ধে দেওয়া হয় রাজাকারের অভিধা। কারণ স্বাধীনতা যু’দ্ধে যে কাজটা করা দরকার ছিল আওয়ামী লীগের নেতারা সেটা করেনি।
তারা মুক্তিযু’দ্ধ করেনি বরং যু’দ্ধের গল্প শুনেছে। আর শহীদ জিয়াউর রহমান ইতিহাস সৃষ্টি করে নায়ক হয়েছেন। তিনি যু’দ্ধের গল্প তৈরি করেছেন।
এজন্যই আওয়ামী লীগ মুক্তিযু’দ্ধ নিয়ে নানা অ’পপ্রচার চা’লায়। বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য স’চিব ব্যারিস্টার মীর হেলালের উপস্থাপনায় সভায় আরও বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের
(ড্যাব) ডা. হারুন আল রশিদ, ড. একে ফজলুল হক ভুঁইয়া, কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুম’দার বাবলা, জেডআরএফের প্রকৌশলী মাহবুব আলম প্রমুখ।