এবার মমতা বন্দ্যোপাধ্যায়ারে দল তৃণমূ’ল কংগ্রেসে পদত্যাগের হিড়িক পড়েছে। গত কয়েকমাস ধরেই ভাঙন চলছে পশ্চিমবঙ্গের শাসক শিবিরে।
শুভেন্দু অধিকারী থেকে শীলভদ্র দত্ত- জোড়াফুল ছেড়ে পদ্মের পতাকাতলে যোগ দিচ্ছেন শাসক দলের একের পর এক বিধায়ক, সং’সদ সদস্য, নেতা। খবর আ’নন্দবাজার পত্রিকা, নিউজ১৮ এবং এই সময়’র।
গত বৃহস্পতিবার তৃণমূ’লের স’ঙ্গে ২২ বছরের সম্প’র্ক ছিন্ন করেছেন শুভেন্দু। এর আঁচ পাওয়া যাচ্ছিল আগে থেকেই।
গত ২৭ নভেম্বর মন্ত্রিত্ব ছেড়েছিলেন তৃণমূ’লের প্রতিষ্ঠাকালীন এ নেতা। গত বুধবার বিধায়কের পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। আর বৃহস্পতিবার সরে গেলেন দল থেকেই।
শুভেন্দু অধিকারীর স’ঙ্গে জোড় ছিড়তেই তৃণমূ’লে শুরু হয় দলছাড়ার প্রতিযোগিতা। তার অনুসারীরাও একই পথ ধরবেন তা আন্দাজ করাই যাচ্ছিল। শুভেন্দুর ঘনিষ্ঠ মহলের দাবি,
তার স’ঙ্গে আরও ১০ বিধায়ক তৃণমূ’ল ছাড়বেন। ইতোমধ্যে সেই স্রোত শুরুও হয়ে গেছে। ব্যারাকপুরের তৃণমূ’ল বিধায়ক শীলভদ্র দত্ত ছাড়াও শুক্রবার দল ছেড়েছেন পুরুলিয়ায় দুই তৃণমূ’ল নেতা।
পদত্যাগ করেছেন রঘুনাথপুর পৌরসভার সাবেক প্রধান, জে’লা তৃণমূ’লের সাধারণ সম্পাদক ভবেশ চট্টোপাধ্যায়, জে’লা পরিষদের সাবেক সভাপতি সৃষ্টিধর মাহাতের ছেলে সুদীপ মাহাত, পশ্চিম মেদিনীপুরের বর্ষীয়ান নেতা প্রণব বসু।
পদত্যাগ করেছেন বীরভূমের সিউড়ি এক নম্বর ব্লকের তৃণমূ’লের কার্যকরী সভাপতি করম হোসেন খান। শুভেন্দু অধিকারীর অনুসারী হিসাবে পরিচিত আরও কয়েকজন জে’লা পরিষদের কর্মাধ্যক্ষ এবং নেতা তৃণমূ’ল ছাড়ার কথা শোনা যাচ্ছে।
দলত্যাগীদের এই তালিকা লম্বা হচ্ছে ক্রমাগত। কিন্তু কেন? হঠাৎ কী এমন হলো যে দলবেঁ’ধে পদত্যাগ করতে হচ্ছে তৃণমূ’ল নেতাদের?
প্রণব বসু দীর্ঘদিন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। এর মেয়াদ শেষ হলে তাকেই পৌরসভা প্রশাসকের পদে বসায় তৃণমূ’ল।
কিন্তু, শুভেন্দু অধিকারী বেসুরো হতেই গত ১৮ নভেম্বর প্রশাসকের পদ থেকে সরিয়ে দেয়া হয় প্রণবকে।
তখন থেকেই দলের স’ঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার। ডিসেম্বরের শুরুতেই পশ্চিম মেদিনীপুর জে’লা পরিষদের মেন্টর পদ থেকে পদত্যাগ করেন প্রণব বসু।
ফলে তার চূড়ান্ত দলত্যাগ নিয়ে জল্পনা ছিল আগে থেকেই। এখন শুভেন্দুর স’ঙ্গে তিনিও অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিতে চলেছেন।
তবে নিজের দলছাড়ার কারণ হিসেবে প্রণব সরাসরি মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, পিসি-ভাইপো যেভাবে দল চালাচ্ছেন,
তাদের স’ঙ্গে তাল মিলিয়ে চলা যায় না। দম বন্ধ হয়ে আসছিল। সে কারণেই তৃণমূ’ল ছাড়ার সি’দ্ধান্ত নিয়েছি।
উত্তর ২৪ পরগনার প্রভাবশালী নেতা ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারও দলের বি’রুদ্ধে বেঁকে বসেছেন।
শুক্রবার পদত্যাগ করেছেন তিনি। বাবু মাস্টারের অভিযোগ, তৃণমূ’লের জে’লা পরিষদে এক প্রভাবশালী নেতার নির্দেশেই সবকিছু চলছে। সেখানে সম্মানের স’ঙ্গে কাজ করা যাচ্ছে না। একারণে দল ছেড়েছেন তিনি।
শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন করম হোসেন খান।
তিনি সিউড়ি ১নং পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রা’ণী কর্মাধ্যক্ষ ছিলেন। শুক্রবারই জে’লা সভাপতি অনুব্রত মণ্ডলের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে মেদিনীপুরের পথ ধরেছেন এ নেতা।
হঠাৎ এমন সি’দ্ধান্ত কেন? উত্তরে করমের অভিযোগ, যাদের কাঁধে ভর করে গত পঞ্চায়েত নির্বাচনে ক্ষ’মতায় এসেছে তৃণমূ’ল, এখন তাদেরই ছুড়ে ফেলা হচ্ছে। তার কথায়, তাবেদার ও তেলবাজদের দলে পরিণত হয়েছে তৃণমূ’ল। সেখানে কাজ করার পরিবেশ নেই। একারণে এই সি’দ্ধান্ত নিতে বা’ধ্য হলাম।
সুদীপ মাহাতের দাবি, তৃণমূ’ল নেতাদের একাংশের অহংকার ও ঔদ্ধত্যের জন্য দল ছেড়েছেন তিনি। এখন যারা আধিপত্য দেখাচ্ছেন, তারা তৃণমূ’ল ক্ষ’মতায় আসার পরে দলে ঢুকেছেন।
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভার সাবেক প্রধান ভবেশ চট্টোপাধ্যায়ের বক্তব্য, কা’রাগারে ব’ন্দির মতো থাকতে হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেছিলাম। এখন সেটা কোম্পানির মাধ্যমে পরিচালিত হচ্ছে। তাই আর থাকা সম্ভব হলো না।
ভবেশ এখানে কোম্পানি বলতে ভোটকৌশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে’র টিমকে বুঝিয়েছেন। পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট অর্থাৎ রাজনৈতিক কৌশল রচয়িতা পিকে যেখানে গিয়েছেন,
যার স’ঙ্গে থেকেছেন, তিনিই ক্ষ’মতার স্বাদ পেয়েছেন। নিজে অন্তরালে থেকে নিয়োগকর্তাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়াই তার কাজ। গুজরাট, বিহার, পাঞ্জাব, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ হয়ে এবার প্রশান্তের গন্তব্য পশ্চিমবঙ্গ।
রাজ্যে দলের বিপর্যয় ঠেকিয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জেতার লক্ষ্যে সম্প্রতি পিকে’র স’ঙ্গে হাত মিলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ নিয়েই আপত্তি অনেকের।
প্রশান্ত কিশোরের কৌশলের স’ঙ্গে একমত হতে না পেরে তার প্রতিষ্ঠান আইপ্যাক-এর বি’রুদ্ধে ক্ষো’ভ প্রকাশ করেছেন অনেক নেতা।
দলত্যাগী বিধায়ক শীলভদ্র দত্তের অভিযোগ, একটা করপোরেট প্রতিষ্ঠান বলে দিচ্ছে কী করব। এভাবে কাজ করা যায় না। আইপ্যাকের ছেলেরা এসে বলছে, ‘এটা করুন, এটা করবেন না,
ভোটের কথা আপনাকে চিন্তা করতে হবে না, ওটা আমাদের কাজ, জিতিয়ে আনার জন্য তো আমরা টাকা পেয়েছি।’ ক্ষু’ব্ধ শীলভদ্রের প্রশ্ন, এভাবে কি ভোট হয়?
এমন পরিস্থিতিতে দলের ভাঙন নিয়ে সরাসরি তৃণমূ’ল নেত্রীর প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রশান্ত কিশোরকেও। সম্প্রতি কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান,
এরকম পরিস্থিতি কেন? জবাবে পিকে জানান, বিজেপি বিভিন্নভাবে এজেন্সির ভ’য় দেখাচ্ছে। অনেকে লোভে পড়েও এসব করছে। উত্তর শুনে তৃণমূ’ল সুপ্রিমো বলেন, বাকি যারা রয়েছে, তাদের বোঝান।
অবশ্য ওই বৈঠকে মমতা এটাও বুঝিয়ে দেন, দলত্যাগীদের নিয়ে খুব একটা ভাবছেন তিনি। তৃণমূ’ল সুপ্রিমো বলেন, কে গেল কে থাকল তাতে দলের কিছু আসে যায় না। তৃণমূ’ল মোটেও উ’দ্বি’গ্ন নয়।
যারা যাচ্ছে, তারা দলের বোঝা হয়ে দাঁড়িয়েছিল। তারা নিজেরাই দল ছেড়ে দেয়ায় ভালোই হয়েছে।