সুহা’না খান। শাহরুখ কন্যা হিসেবে নিজেকে পরিচিত করতে নারাজ তিনি। আর তাই তো নিজের যোগ্যতার বানিয়েছেন ফ্যান ফলোয়ার। ইন্টারনেটে বেশ অ্যাকটিভ তিনি।
শাহরুখ কন্যা সুহা’না মেক আপ নিয়ে বরাবরই বেশ সচেতন। প্রায়শই নিজের ইনস্টাগ্রাম পেইজে ব্রাশের ব্যবহারে একাধিক নতুন লুকস নিয়ে অনুরাগীদের সামনে হাজির হন।
তারই ধারাবাহিকতায় এবার নিজের লেস্টে লুকের একটি ভিডিও শেয়ার করেছেন সুহা’না খান।
ছোট্ট একটি ব্রাউন হা’র্ট ইমোজির ব্যবহারে, চকমকে পিঙ্ক আই শ্যাডো, বোল্ড ন্যুড লিপগ্লসের সাজে সুন্দরী সুহা’নার সেই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়।
২০১৯ সালে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে সুহা’না যোগ দিয়েছিলেন ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করতে। কিন্তু বর্তমানে প্যানডেমিকের আবহে ভারতে ফিরে এসেছেন শাহরুখ কন্যা। আপাতত প্রায়শই সোশ্যাল মিডিয়াতে তাকে পোস্ট করতেও দেখা যাচ্ছে।
কদিন আগেই কালো হাফ সোল্ডার টপ এবং সাদা কালো ফ্লোইং স্কার্ট পরিহিত সুহা’নাকে এক উন্মুক্ত সবুজ প্রান্তরে পাথরের ও’পর বসে ছবি তুলতে দেখা গিয়েছে।
ক্যামেরায় নিজের সাবলীলতার প্রমাণ দিয়ে শাহরুখ তনয়া ক্যাপশন দেন আইল্যান্ড গার্ল। আর এই ভিডিওই এখন নেটিজেনদের মধ্যে আলোচনার জ’ন্ম দিয়েছে।