আগামী বছরের শুরুতেই নতুন সদস্য আসতে চলেছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পরিবারে। প্রথম স’ন্তানের জ’ন্ম দিতে চলেছেন অনুষ্কা। চলছে প্রেগনেন্সির শেষ পর্যায়।
ফের একবার বেবি বাম্প নিয়ে জনসমক্ষে এলেন অভিনেত্রী। বাবার স’ঙ্গে এদিন মুম্বইয়ের রাস্তায় পাপারাৎজির ক্যামেরাব’ন্দি হন অনুষ্কা।
এদিন একটি সাদা গাউন ও ডেনিম জ্যাকেট পরে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। মুখ ঢাকা ছিল মাস্কে। গাড়ি থেকে নামার সময় পাপারাৎজির ক্যামেরার দিকেও তাকান অনুষ্কা। বিরাট ঘরনীর বেবি বাম্পের ছবিগু’লি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে।
কিছুদিন আগেই আরব আমিরশাহী থেকে মুম্বই ফিরেছেন অনুষ্কা। সেখানে আইপিএল চলাকালীন স্বা’মী বিরাটের স’ঙ্গেই ছিলেন তিনি।
মাঠে হাজির হয়ে বিরাটের টিমকে উৎসাহ দিতেও দেখা গিয়েছিল তাঁকে। দুবাই থেকে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতে থাকেন অনুষ্কা।
অনুষ্কা শর্মা
ডেলিভারির চার মাস পরেই ফের শুটিং সেটে ফিরবেন বলে জানিয়েছেন অনুষ্কা। স’ন্তান জ’ন্মের পর যাতে তিনি শুটিং চা’লিয়ে যেতে পারেন সেভাবেই সব দিক সামলাবেন বলেও জানান তিনি।
তবে অভিনয় ছাড়ার ই’চ্ছা একেবারেই নেই অনুষ্কার, বরং শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের কাজ তিনি চা’লিয়ে যেতে চান বলেই জানান বব টু বি।
গ’র্ভাবস্থায়ও এই ক’রোনা পরিস্থিতিতে শুটিং করেছেন অনুষ্কা। এই বি’ষয়ে তাঁর বক্তব্য, শুটিংয়ের সময় সকলে সঠিক নিয়ম মানছেন কিনা তা নজর রাখতেন তিনি। তাঁর কথা চিন্তা করে
সেটের সকলে যে তাঁকে অত্যন্ত যত্ন ও নিরাপত্তা দিয়েছে তাতে তিনি খুবই খুশি। অনুষ্কার কথায়, এই ‘নিউ নর্মাল’ জীবনেই সবাইকে মানিয়ে নিতে হবে। কড়া নিরাপত্তা নিয়েই ক’রোনার স’ঙ্গে যু’দ্ধ করতে হবে সকলকে।
প্রস’ঙ্গত, সম্প্রতি যোগা করার একটি ছবি অনুরাগীদের স’ঙ্গে ভাগ করে নেন অনুষ্কা। গ’র্ভাবস্থাতেই শ’রীরচর্চায় মন দিয়েছেন বিরাট পত্নি। ছবিতে দেখা যায় বেবি বাম্প নিয়েই শীর্ষাসন করছেন অনুষ্কা। আর স্ত্রীর পা ধরে রেখে তাঁকে সাহায্য করছেন বিরাট।
তবে এই ছবিটি একটু পুরনো। না দেখা ছবিটিই ফের অনুরাগীদের স’ঙ্গে শেয়ার করেন অনুষ্কা। স’ঙ্গে তিনি এও জানিয়ে দেন, তাঁর চিকিৎসকই তাঁকে গ’র্ভাবস্থাকালীন সময়ে যোগা করার অনুমতি দিয়েছেন।
শুধু একজন সাহায্যকারীকে দরকার হয় তাঁর। তাও বিশেষ সুরক্ষার জন্য নিজের যোগা শিক্ষকের সামনেই শীর্ষাসন তিনি করেছেন বলে জানান অনুষ্কা।