ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা আঞ্জুমান শিল্পী গত ২৮ নভেম্বর জানতে পারেন স্বা’মী-স’ন্তানসহ ক’রোনাভা’ইরাসেে আ’ক্রান্ত হয়েছেন।
এ অভিনেত্রীর পরিবারের প্রায় ৩৫ জন সদস্য এখন এই ভাই’রাসে আ’ক্রান্ত বলে জানিয়েছেন তিনি। তাদের কেউ কেউ হাসপাতালে ক’রোনার স’ঙ্গে লড়াই করছেন, আবার অনেকে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
ধারণা করা হচ্ছে, পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেই ক’রোনা ছড়িয়েছে।
পরিবারের সদস্যদের আ’ক্রান্তের বি’ষয়ে শিল্পী জানান,
পরিবারের একজনের বিয়ে ছিল। স্বল্প পরিসরে আয়োজন করা হয়, এসময় পরিবারের সবাই একত্রিত হয়েছিলেন।
পরে দেখা যায়, আমার পরিবার, আমার ভাইয়ের পরিবার, আমার শ্বশুর–শাশুড়ি, ভাশুরদের পরিবারের প্রায় সবাই ক’রোনায় আ’ক্রান্ত হন। আমাদের পরিবারের ও’পর দিয়ে একটা ঝড় গেছে।
চিত্রনায়িকা শিল্পী ক’রোনায় আ’ক্রান্ত হওয়ার পর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে শা’রীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নগরীর একটি বেস’রকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ অভিনেত্রী বলেন—প্রথম’দিকে বাচ্চাদের কথা চিন্তা করে হাসপাতালে ভর্তি হইনি। আমার টানা ১৫ দিন জ্বর ছিল। গত ৯ ডিসেম্বর থেকে ৪ দিন কথা বলাই বন্ধ হয়ে যায়।
একসময় চিকিৎসকেরাও ঘাবড়ে গিয়েছিলেন। সম্প্রতি বাসায় ফিরেছি। তবে এখনো শা’রীরিক দু’র্বলতা কাটেনি।