সপ্তদশ শতাব্দীতে শেষবার এমন ঘ’টনা ঘটেছিল। অর্থাৎ গ্যালিলিও যখন বেঁচে ছিলেন, সেই সময় পৃথিবী একবার এমন ঘ’টনার সাক্ষী থাকতে পেরেছিল। ৩৯৭ বছর পর ফের এমন বিরল ঘ’টনার সাক্ষী থাকতে পারবে পৃথিবীবাসী।
২১ ডিসেম্বর অর্থাৎ বছরের সবচেয়ে ছোট দিন আগামীকাল সোমবার সৌরমণ্ডলে বিরল এক ঘ’টনা ঘটবে।
এদিন সৌরমণ্ডলের দুই গ্রহ বৃহস্পতি ও শনি প’রস্পরের খুব কাছে চলে আসবে। সূর্যাস্তের ঠিক পর কোনও উপকরণ ছাড়াই সাধারণ মানুষ এই দৃশ্য খালি চোখে দেখতে পারবেন।
নাসা এক টুইটে জানিয়েছে, সৌরজগতের দুটি গ্রহ প’রস্পরের খুব কাছাকাছি আসা বিরল ঘ’টনা নয়। বৃহস্পতি তার প্রতিবেশী গ্রহ শনির পাশ দিয়ে প্রতি ২০ বছর অন্তর যায়। তবে এতটা কাছ দিয়ে নয়।
বৈজ্ঞানিকরা বলছেন, আগামী সোমবার বৃহস্পতি ও শনির মধ্যে মাত্র ০.১ ডিগ্রি দূরত্ব থাকবে। আবহাওয়া অনুকূল হলে সূর্যাস্তের পর এমন বিরল দৃশ্যের সাক্ষী হতে পারবে পৃথিবীবাসী।
ওয়ান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ের মহাকাশ গবেষক প্রফেসর ডেভিড বেনট্রাও জানিয়েছেন, এমন ঘ’টনা একজন মানুষ তার জীবনকালে একবারই দেখার সুযোগ পান।
১৬২৩ সালের জুলাই মাসে শেষবার শনি ও বৃহস্পতি এতটা কাছাকাছি চলে এসেছিল। কিন্তু সেবার দুটি গ্রহ সূর্যের এতই কাছাকাছি ছিল যে তাদের খালি চোখে দেখা যায়নি।
তার আগে ১২২৬ সালের মার্চ মাসে একইভাবে বৃহস্পতি ও শনি প’রস্পরের খুব কাছে চলে এসেছিল। সেই ঘ’টনা পৃথিবী থেকে দেখা সম্ভব হয়েছিল। তারপর এই প্রথমবার এমন বিরল দৃশ্য পৃথিবী থেকে খালি চোখে দেখা সম্ভব হবে।