মে’য়ের প্রেমের বিয়ে মেনে নেয়নি বাবা-মা। মে’য়েকে বাড়িতে নিয়ে আ’টকে রাখেন তারা। কোনোভাবে স্ত্রীর স’ঙ্গে যোগাযোগ করতে না পেরে শেষ পর্যন্ত শ্বশুরবাড়ি সামনে পোস্টার হাতে দাঁড়ালেন মে’য়েটির স্বা’মী।
ভারতের মুর্শিদাবাদের সামশেরগঞ্জে এ ঘ’টনাটি ঘটেছে। স্ত্রী’কে ফেরত না পাওয়া পর্যন্ত নিজের অবস্থানে অনড় থাকবেন বলেই জানিয়েছেন তিনি।
চার বছর আগে সামশেরগঞ্জের দেবিদাসপুরের মরিয়াম খাতুনের স’ঙ্গে প্রেমের সম্প’র্ক তৈরি হয় কাফি শেখ নামের এক যুবকের। পরবর্তীতে দুই পরিবারই জেনে যায় তাদের সম্প’র্কের কথা।
কাফির স’ঙ্গে সম্প’র্ক কোনওদিনই মেনে নেয়নি মরিয়ামের পরিবার। পরবর্তীতে তারা পা’লিয়ে যান। কিন্তু পালালেও শেষ পর্যন্ত মে’য়েকে ফিরিয়ে আনে মরিয়ামের পরিবার।
এক বছর আগে আবার পা’লিয়ে বিয়ে যায় তারা। এরপর বিয়ে করে সংসার শুরু করে। বেশ স্বাভাবিকভাবে চলছিল সবকিছু। কিন্তু কাফি বেকার হওয়ায় সাত মাস পর মরিয়মকে আবারো বাড়িতে ফিরিয়ে নেন তার মা।
কাফির অভিযোগ, এরপর মরিয়মকে আর তার স্বা’মীর সংসারে ফিরতে দেয়নি তার বাবারবাড়ি লোকজন। কাফি বিভিন্নভাবে চেষ্টা করেও তার স্ত্রীর স’ঙ্গে যোগাযোগ করতে পারেননি।
এরপরই বুধবার সকাল থেকে পোস্টার হাতে শ্বশুরবাড়ির সামনে বসেন কাফি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
কাফি বলেন, তৃতীয়বার পা’লিয়ে বিয়ে করতে স’ক্ষম হই। সংসারও ভালই চলছিল। মরিয়াম আমার স’ঙ্গেই থাকতে চায়, কিন্তু ওর পরিবার জো’র করে মরিয়ামকে আ’টকে রেখেছে। এ সময় তিনি নিজের স্ত্রী’কে ফিরে পাওয়ার দাবি জানান। এ বি’ষয়ে মরিয়াম বা তার পরিবারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।