ভারতীয় হাইকমিশনার বিক্রমকে দোরাইস্বা’মীর উদ্দেশে চিঠি দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী।
নয়া কৃষি আইনের প্র’তিবাদে ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলনরত কৃষকদের মাঝে বিতরণের জন্য ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে দুই হাজার কম্বল হস্তান্তর করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে গুলশানে ভারতীয় হাইকমিশনে কম্বলগুলো হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বা’মীর উদ্দেশে চিঠি দেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী। সেখানে দিল্লির রাস্তায় ঠান্ডায় ক’ষ্ট পাওয়া আন্দোলনরত কৃষকদের কম্বলগুলো পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।
নয়া দিল্লিতে তাপমাত্র ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে ও ৩৭ জন কৃষক ঠান্ডার মা’রা গেছে, এ কথা চিঠিতে উল্লেখ করা হয়। জানান, বাংলাদেশের গ্রামীণ কারিগররা এই কম্বল হাতে তৈরি করেছেন।
চিঠিতে একই স’ঙ্গে মুক্তিযু’দ্ধের সময় ভারতীয়দের সহযোগিতার কথা স্মরণ করেন ড. জাফরুল্লাহ, তুলে ধরেন গণস্বাস্থ্য কেন্দ্রের শুরুর কথা যা ১৯৭১ সালে মুক্তিযু’দ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশ ফিল্ড হসপিটাল নামে প্রতিষ্ঠিত হয়