বাংলাদেশ ইউনাইটেড ইস’লামী পার্টির চেয়ারম্যান মা’ওলানা মোহা’ম্ম’দ ইসমাইল হোসেন বলেছেন, ভাস্কর্য ইস্যুতে স’রকারের
বিরু’দ্ধে ষ’ড়যন্ত্র করবে, ঘোলা পানিতে মাছ শি’কার করবে- এগু’লো করতে দেয়া যাব’ে না। হুংকার দিয়ে একটা সমাজ প্রতিষ্ঠা করা যায় না। তিনি বলেন, ভাস্কর্য যদি খা’রাপ হয়ে থাকে
তাহলে চ’রমোনাই পীর সাহেব হুংকার দিচ্ছেন কেন। চ’রমোনাই পীরসাহেব জাতীয় নির্বাচন করলেন। নির্বাচনে অংশ নিতে পারলেন আওয়ামী লীগ স’রকারের অধীনে, তাইলে আপনি প্রধানমন্ত্রীর স’ঙ্গে বসে মধুর ভাষায় কথাগু’লো বলতে পারতেন। আপনি বসে
বসে হুংকার দেন, হুংকার দিয়ে তো ইস’লাম প্রচার হয় না। আলোচনা করে সমাধান করতে হবে।
জ্বা’লাও-পোড়াও, ভা’ঙচুর, মা’দরাসার ছোট ছোট শিক্ষার্থীকে মাঠে এনে পু’লিশের সামনে দাঁড় করিয়ে দেবেন- এ ধরনের অন্যায় করতে দেয়া যাব’ে না। ম’ঙ্গলবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন
মানিক মিয়া হলে বাংলাদেশ ইউনাইটেড ইস’লামী পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে মা’ওলানা মোহা’ম্ম’দ ইসমাইল হোসেন বলেন, ভাস্কর্য ইস্যুতে আম’র’া চাই সন্ধি।
আলোচনার মাধ্যমে সমাধান। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি আম’র’া চাই না, খালি মাঠে কেউ যেন গোল না দিতে পারে। এর আগে লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। এ দেশ বাংলাদেশের সংবিধান অনুযায়ী চলে।
আলেম’দের অবশ্যই দেশ ও দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করতে হবে এবং অন্য কোনো মহলকে সুযোগ দেয়া যাব’ে না। বি’ষয়টিকে রাজনীতিক অ’স্ত্র হিসেবে ব্যবহার করার।
বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে ভাস্কর্য বি’ষয়টি নিয়ে একটি উত্তে’জনার সৃষ্টি হয়েছে বিশেষ করে সােশ্যাল মিডিয়াকে প্লাটফর্ম হিসেবে ব্যাব’হার করে বি’ষয়টি এখন আলােচনার তু’ঙ্গে।
যদিও ভাস্কর্য বা মুর্তি ইস’লামে বৈধ নয়, তারপরও বাংলাদেশে ভাস্কর্য নির্মাণ কোনো নতুন বি’ষয় নয়। বাংলাদেশে ঈশা খাঁর আমলের সােনারগাঁয়ে ভাস্কর্য রয়েছে, সারাদেশে মুক্তিযু’দ্ধের বিভিন্ন ভাস্কর্য
রয়েছে, জিয়াউর রহমান, মওলানা আব্দুল হা’মিদ খান ভাসানীর ভাস্কর্য আছে। মা’ওলানা ইসমাইল বলেন, আমা’দের দেশের
স্বাধীনতাবিরােধী কিছু কুচ’ক্রীমহলের আলেম আমা’দের দেশের হক্কানী আলেম’দের উসকানি দেয়ার চেষ্টা করছে।
কিন্তু ভাস্কর্য নিয়ে স’রকারের বিরু’দ্ধে কোনােভাবেই চ’ক্রা’ন্ত করা চলবে না এবং যারা চ’ক্রা’ন্ত করবেন এবং সাধারণ মা’দরাসার ছাত্র ও কওমি মা’দরাসা ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করবেন, জননিরাপ’ত্তা ন’ষ্ট করবেন, তাদের ক’ঠোর হুঁ’শিয়ারি দিয়ে যাচ্ছি।
তিনি বলেন, আমি বলতে চাই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মহা’নায়ক জাতির জনক ব’ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা। তাই জাতির জনকের ভাস্কর্যের চেয়েও গু’রুত্বপূর্ণ
‘হতে পারে জাতির জনকের নামে হাসপাতাল, শহর, এয়ারপাের্ট, ম’সজিদ, ট্রাস্ট নির্মাণ, এমনকি মিনার নির্মাণ ‘হতে পারে। তাই আমি স’রকারের প্রতি আহ্বান জানাব- বি’ষয়টি বিবেচনা করার জন্য সেইসাথে জনগণকে
আহ্বান জানাতে চাই, স’রকারের প্রতি আস্থাশীল থাকুন এবং বর্তমান স’রকার ও জনগণ একে অ’পরের আয়নাস্বরূপ। সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাস’চিব আল্লামা হ’জরত মা’ওলানা মুফতি শাহাদাত হােসাইন,
পীরে কামেল আলহাজ হ’জরত মা’ওলানা আজিজুর রহমান বুলবুলী, কাজী মা’ওলানা আব্দুল কাইয়ুম, মো. বশির আহম্মেদ, আলহাজ মাে. শাহীন খান, মা’ওলানা তাহেরুল ইস’লাম,
কারি মা’ওলানা আব্দুল মান্নান, মা’ওলানা মাে. মনিরুজ্জামান হাফেজ ও মা’ওলানা আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।