কন্যাস’ন্তানের মা হলেন টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী অপি করিম। আজ সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে অ’স্ত্রোপচারের মাধ্যমে কন্যাস’ন্তানের জ’ন্ম দেন এই অভিনয়শিল্পী। খবরটি নিশ্চিত করেছেন অপির মা শাহান আরা করিম।
তিনি জানান, গতকাল রোববার বিকেলে অপি করিমকে হাসপাতালে ভর্তি করানো হয়।
আজ সকালে অ’স্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে অপির কন্যাস’ন্তান। নাতনি হওয়ার খবরে ভীষণ আ’নন্দিত অপির মা। সবার কাছে মে’য়ে ও নাতনির জন্য দোয়া চেয়েছেন তিনি। বললেন, মা ও মে’য়ে দুজনই সুস্থ আছে।
স্থপতি ও পরিচালক এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী ও স্থপতি অপি করিম চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন। উল্লেখ্য, অপি করিম ও এনামুল করিম নির্ঝর দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের জন্য অপি আর নির্ঝর পরিচালিত ‘আহা’ ছবি শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। দুজনে মেরিল–প্রথম আলো পুরস্কারও পেয়েছেন।