নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যে বাংলাদেশে এক সময় একটি রাস্তা বা একটি কালভার্ট নির্মাণে বিদেশিদের সাহায্যের প্রয়োজন ছিল। সেই বাংলাদেশ এখন ১২ মিলিয়ন ডলারে রুপপুর পারমাণবিক কেন্দ্র করছে।
সেই বাংলাদেশ ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে মাতার বাড়ীর মত গভীর সমুদ্র বন্দর করছে। হাজার হাজার কোটি টাকা দিয়ে পায়রাবন্দর করছে এবং আমাদের স্বপ্নের সেতু যে সেতু নিয়ে খালেদা জিয়া-ড. ইউনুসরা ষ’ড়যন্ত্র করেছেলি।
বিশ্বব্যাংক ষ’ড়যন্ত্র করেছিল। সেই পদ্মা সেতু এখন দৃশ্যমান হয়েছে। এই দৃশ্যমান শুধু আমাদের চোখে নয় এই পদ্মা সেতুর মধ্যে দিয়ে এই উন্নয়নগুলোর মধ্যে দিয়ে সারা দুনিয়া এখন বাংলাদেশকে দেখছে।’
বুধবার (৬ জানুয়ারি) বেলা তিনটায় ঠাকুরগাঁও রাণীশংকৈল আলী আকবর এমপি অটিস্টিক ও প্রতিব’ন্ধী স্কুল কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, অতীতে অনেক স’রকার এসেছে, গেছে। জিয়া, এরশাদ, খালেদা স’রকারেরা তারা মানুষের জন্য কিছু করেনি, দেশের জন্য কিছু করেনি।
দেশটাকে লু’টপাট করে দু’র্নীতির আড্ডা খানায় পরিণত করেছে, মা’দক দিয়ে যুবক তরুণদেরকে বিকলাঙ্গ করার চেষ্টা করেছে। এই ছিল বাংলাদেশ। আজকে সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, দেশে কোন গৃহহীন থাকবে না। এক সময় মানুষের খাদ্য বস্ত্র চিকিৎসার অভাব ছিল এখন এই অভাবগুলো নেয়। বিনামুল্য বই বিতরণ হয়, এমন কোন শি’শু নেই যারা স্কুলে যায় না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স’রকার যখন ১৯৯৬ সালে ক্ষ’মতায় এসেছিল তখন প্রতিব’ন্ধীদের জন্য ভাতা শুরু করেছিল। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে প্রতিব’ন্ধীদের নিয়ে এসেছিল।
সাবেক সাংসদ সেলিনা জাহান লিটার সভাপতিত্বে এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জে’লা প্রশাসক(সার্বিক) নুর কতুবুল আলম, সহকারী পু’লিশ সুপার কামাল হোসেন, উপজে’লা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজে’লা নির্বাহী অফিসার সোহেল সুলতান প্রমুখ।