ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস শত শত কোটি টাকা তার মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তর করেছেন বলে জানিয়েছেন সাবেক মেয়র মোহাম্মাদ সাঈদ খোকন।
সেই স’ঙ্গে ‘তাপসকে বাঘব বোয়াল চিহ্নিত করে’ সাঈদ খোকন বলেন, ‘তাপস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে দু’র্নীতির বি’রুদ্ধে গ’লাবাজি করে চলেছেন। আমি তাকে বলব, রাঘব বোয়ালের মুখে চুনোপুটির গল্প মানায় না।’
শনিবার (০৯ জানুয়ারি) হাইকোর্টের সার্ক ফোয়ারার সামনে এক মা’নববন্ধ’নে তিনি এসব কথা বলেন। ডিএসসিসি কর্তৃক অ’বৈধভাবে দোকানপাট উ’চ্ছেদের প্র’তিবাদ ও ক্ষ’তিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে এ মা’নববন্ধ’নের আয়োজন করা হয়।
তিনি বলেন, বিভিন্ন ব্যক্তি মালিকানায় তাপস এ টাকা ব্যাংকে হস্তান্তর করেছেন। ডিএসসিসির মেয়র থাকা অবস্থায় এ টাকা হস্তান্তর করায় তার আর মেয়র পদে থাকার যোগ্যতা নেই।
প্রশাসনকে দু’র্নীতিমুক্ত করার যে আওয়াজ বা বুলি তাপস দিচ্ছেন, আগে তার নিজেকে দু’র্নীতিমুক্ত করতে হবে। অর্থাৎ আগে নিজে দু’র্নীতিমুক্ত হয়ে দু’র্নীতিমুক্ত করার কথা বলুন।
সাঈদ খোকন বলেন, ডিএসসিসি এলাকায় যেসব দোকান উ’চ্ছেদ করা হয়েছে সেগুলো বৈধ দোকান। সাবেক মেয়র হিসেবে আমাকে এই উ’চ্ছেদ দেখতে হবে-এটা দুঃখজনক। বৈধ দোকানে বুলডোজারের আ’ঘাত করা হয়েছে।
অ’বৈধভাবে দোকানপাট উ’চ্ছেদ করা হচ্ছে জানিয়ে সাঈদ খোকন ডিএসসিসির এই কার্যক্রমকে ‘ধিক্কার’ জানিয়েছেন।
এ সময় যাদের দোকান অন্যায় ভাবে উ’চ্ছেদ করা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে তাদের জন্য সাহায্যের আবেদন করেছেন সাবেক এই মেয়র।