প্রাথমিক শিক্ষকদের নির্ধারিত সময় পর পর বদলি বা’ধ্যতামূ’লক করা হচ্ছে। এ বি’ষয়ে উদ্যোগ নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
জানা যায়, বছরের পর বছর এক শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করছেন স’রকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের ৩ বছর পর পর অথবা ৫ বছর পর পর এক স্কুল থেকে আরেক স্কুলে বদলি করা হবে। তবে শিক্ষকদের যাতে ভোগান্তি না হয় সে কারণে কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে বদলির করার ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে এটি কার্যকরের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এদিকে শিক্ষকদের বদলির পাশাপাশি তিন বছরের ঊর্ধ্বে একই জায়গায় কর্মরত মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদেরও বদলির ব্যবস্থা নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিভাগীয় উপপরিচালকদের কাছে এ ত’থ্য চেয়েছে ডিপিই। অফিস আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ আওতাধীন সকল দপ্তরে দীর্ঘদিন একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মচারীদের ত’থ্য আগামী সাত কর্ম দিবসের মধ্যে নির্ধারিত ছকে পাঠাতে হবে।
নির্ধারিত ছক অনুযায়ী কর্মচারীর নাম ও পদবী, কর্মরত অফিসের নাম ও যোগদানের তারিখ, কর্মরত জে’লা ও উপজে’লার নাম, অনুমোদিত পদসংখ্যা এবং বিভাগীয় পর্যায়ের অফিসসহ আওতাধীন অফিসের কর্মরত কর্মচারীদের মোট সংখ্যা জানাতে হবে। এছাড়া তিন বছরের ঊর্ধ্বে কর্মরতদের নিজ জে’লা ও উপজে’লা,
বর্তমান পদে যোগদানের তারিখ, স’রকারি চাকরিতে প্রথম যোগদানের তারিখ, স’রকারি চাকরিতে প্রথম পদ, আগের দুইটি কর্মস্থলের নাম ও কর্মকালীন মেয়াদের ত’থ্য জানাতে হবে।
এ বি’ষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্ম’দ মসুরুল আলম বলেন, ‘আমরা শিগগিরই এই উদ্যোগ বাস্তবায়ন করবো। এর আগে এ লক্ষ্যে তিন বছরে ঊর্ধ্বে একই শিক্ষাপ্রতিষ্ঠানে রয়েছেন এমন শিক্ষকদের ত’থ্য চাওয়া হয়েছিল। পাশাপাশি অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদেরও বদলির ব্যবস্থা নেবো।