মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বৃ’দ্ধ রিকশাওয়ালার দুটি ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ক্যাপশনে লিখেছেন,
তিনি ওই বৃ’দ্ধের দায়িত্ব নিতে চান। এ জন্য বৃ’দ্ধের ঠিকানাও জানতে চেয়েছেন ভক্তদের কাছে। মিষ্টি জান্নাতের ভাষায়, ‘Plz give me his location .উনি
বলেছিলেন ধলপুর পোস্তগো’লা এলাকা। কেউ ওদিকে থাকলে location টা দিবেন। আমি উনার দায়িত্ব নিতে চাই।’ মাত্র কয়েক ঘণ্টায় দেড় হাজারেরও বেশি লাইক পড়েছে মিষ্টির ওই স্ট্যাটাসে। কমেন্ট করেছেন বহু মানুষ। প্রশংসায় ভাসিয়েছেন নায়িকাকে। সাবিনা ইয়াসমিন তানহা নামে একজন লিখেছেন, ‘খুবই ভালো ইদ্যোগ আপু।
এভাবেই জয় হোক মানবতার।’ ইশরাত জাহান দোলা নামে একজন লিখেছেন, ‘আলহাম’দুলিল্লাহ, অনেক খুশি হলাম। লোকটার দেখা যেন তাড়াতাড়ি পাওয়া যায়।’ এরকম আরও বহু ভালো ভালো কমেন্ট।
অনেকে আবার বৃ’দ্ধ ওই লোকটাকে খুঁজে দেয়ারও আশ্বা’স দিয়েছেন কমেন্ট বক্সে। ২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ ছবি দিয়ে চলচ্চিত্রে অ’ভিষেক হয়েছিল মিষ্টি জান্নাতের। পরবর্তীতে উল্লেখযোগ্য কয়েকটি
ছবিতে তাকে দেখা গেছে। বর্তমানে অ’ভিনয়ের পাশাপাশি সামাজিক কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখেন এই নায়িকা। করো’নার মধ্যে গত বছর বহু মানুষকে কয়েক দফায় তিনি বিভিন্ন ভাবে সহায়তা দিয়েছেন। রাজনীতিতেও বেশ সক্রিয় মিষ্টি জান্নাত।
ছাত্রজীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির স’ঙ্গে জ’ড়িত বলে একটা সাক্ষাৎকারে দাবি করেছিলেন তিনি। ২০১৯ সালে জাতীয় সং’সদের সংরক্ষিত না’রী আসনের জন্য মনোয়নপত্রও কিনেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি।