মহাভারতে এক অলৌকিক সারমেয়র কথা আছে। যেন ইশ্বরদত্ত ক্ষ’মতা নিয়েই এক সারমেয় হাজির হয়েছে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে। সিদ্ধি পেতে এই মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে,
তবে মন্দিরের সামনে কোনও ‘সিদ্ধ’ কুকুরকে বসে থাকে এর আগে কেউ দেখেননি।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা গিয়েছে,
সিদ্ধিবিনায়ক মন্দিরের বাইরের চাতালে বা বলা চলে সিঁড়ির উপর বসে আছে একটি পথ-কুকুর। এই অবধি ঠিক ছিল, ঘ’টনা খুব সাধারণ। কিন্তু এরপরেই এক মাঝব’য়সের এক পুণ্যার্থীকে দেখা যায় মন্দিরে প্রণাম করে নেমে আসতে।
নামার সময় তিনি কুকুরটির কাছে গিয়েও মাথা নত করে প্রণাম করেন। স’ঙ্গে স’ঙ্গে আশীর্বাদ করার ভ’ঙ্গিতে সামনের পা তাঁর মাথায় তুলে দেয় কুকুরটি। মন্দিরে পুজো সেরে এই আশীর্বাদ নেওয়াও এখন অনেক দর্শনার্থীর অভ্যাসে পরিণত হয়েছে।
আর তা এক জন থেকে দশজনে ছড়িয়েও পড়েছে।
একজন বিসিএস ক্যাডারের সাদাসিধে জীবন
আমাদের সমাজে বিসিএস ক্যাডারদের আলাদা চোখে দেখা হয়। সম্মান আর প্রভাব প্রতিপত্তিতে আরা সবার চেয়ে এগিয়ে। সেজন্য অনেকেই অহংকারীও হয়ে উঠেন। কিন্তু সবাইতো আর একরকম নয়।ছবিতে যাকে দেখছেন তিনি শামীম হাসান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। একজন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার।
সুনামগঞ্জ স’রকারি ম’হিলা কলেজ’র সমাজবিজ্ঞান এর প্রভাষক।ক’রোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাঙালীর আদি পেশা কৃষির প্রতি ভালোবাসার টানে মাটির মানুষের মতো অকপটে কাজ করছেন মাঠে। নিজের জমিতে নিজেই চাষাবাদ করছেন।
একজন প্রথম শ্রেণির কর্মকর্তা হয়েও মা মাটির সাথে তার প্রেমের বহিঃপ্রকাশ করতে লজ্জাবোধ করেননি।জনাব শামীম হাসান নিজে শ্রম দিয়ে ঘাম ঝরিয়ে মাঠে কাজ করে বুঝিয়ে দিলেন জীবিকার জন্য সততার সাথে যেকোনো কাজ করা সম্মানের।আপনি বর্তমান শিক্ষিত যুবকদের অনুপ্রেরণার বাতিঘর।আপনাকে স্যালু’ট।
অনলাইন থেকে সংগৃহআরও পড়ুনঃচলতি ডিসেম্বর মাসের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম রোববার (২০ ডিসেম্বর) এ ত’থ্য জানান।
তিনি বলেন, শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল ঘোষণা করা হবে, আমরা কাজ চা’লিয়ে যাচ্ছি।ক’রোনাভা’ইরাসে ম’হামা’রীর মধ্যে পঞ্চম ও অষ্টমের সমাপনীর মত এবার এইচএসসি পরীক্ষাও নেওয়া হবে না বলে গত ৭ অক্টোবর জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
ওইদিন তিনি বলেন, অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে এবারের এইচএসসির ফল নির্ধারণ করা হবে।ডিসেম্বর মাসের মধ্যেই এই ফল ঘোষণা করা হবে।অধ্যাপক আমিরুল বলেন, “আমরা আশাবা’দী, শিক্ষামন্ত্রী মহোদয়ের কমিটমেন্ট অনুযায়ী রেজাল্ট তৈরি করতে পারব।“ম’ন্ত্রণালয়ের স’ঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে, বিভিন্ন প্রস্তাব আসছে-যাচ্ছে, আমরা কাজ করছি।
কোনো কোনো দিন, দুই-পাঁচটা মিটিংও করতে হচ্ছে। আমাদের প্রস্তুতিটা ডিসেম্বরের মধ্যে ফল ঘোষণা করার মতই আছে।”কবে এইচএসসির ফল ঘোষণা করা হতে পারে, সেই তারিখ জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স’চিব মো. মাহবুব হোসেন বলেন, “তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তারিখ চূড়ান্ত হলে আপনাদের জানানো হবে।”
এইচএসসি-সমমানের মূ’ল্যায়নের ক্ষেত্রে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল যে প্রাধান্য পাবে, সে কথা শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছেন। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে।
ক’রোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় সেই বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে, যা এখনো চলমান। সেজন্য গত ১ এপ্রিল থেকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়