প্রায় আড়াই কিলোমিটার রাস্তা হেঁটে গিয়ে আত্মহ’ত্যা করেছেন এক তরুণী। রোববার (২৪ জানুয়ারি) ভারতের লেকটাউন এলাকার একটি বহুতল ভবন থেকে লাফ দিয়ে আত্মহ’ত্যা করেন নিধি পোদ্দার। পু’লিশ জানায়, ১৮ বছর ব’য়সী ওই তরুণী লেকটাউন এস কে দেব রোডের বাসিন্দা।
ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, রোববার রাত ৮টার দিকে বাড়ি থেকে কলম কিনতে বাইরে যান নিধি। রাত ১০টার দিকে পরিবার জানতে পারে, তাদের মে’য়ে নার্সিংহোমে ভর্তি। পরে নার্সিংহোমে গিয়ে মে’য়ের মৃ’ত্যুর খবর পায় তারা। লেকটাউন থানার পু’লিশ একটি সু’ইসাইড নোট উ’দ্ধার করেছে।
তবে যে ভবন থেকে ওই তরুণী লাফ দিয়েছেন, সেটি তার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। ওই ভবনে তার পরিচিত কেউ থাকতেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যেই ঘ’টনার ত’দন্ত শুরু করেছে লেকটাউন থানার পু’লিশ।