আজ ত’থ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ইউরোপে স্বা’মী পরিত্যক্তা ভাতা না থাকলেও বাংলাদেশে আছে। স্বা’মী পরিত্যক্তা ভাতা, বিধবা ভাতা, ব’য়স্ক ভাতাসহ নানা ধরনের ভাতা প্রদান করা হচ্ছে।
ইউরোপে স্বা’মী পরিত্যাক্তা ভাতা নাই। যদি কোনো স্ত্রী’কে স্বা’মী ডিভোর্স দেয়, কোনো ভাতা পায় না। কিন্তু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বা’মী পরিত্যক্তা ভাতা চালু করেছেন।’
আজ রবিবার (৩১ জানুয়ারি) জাতীয় সং’সদে রাষ্ট্রপতির ভাষণের ও’পর ধ’ন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন,
‘আজ ১ কোটি ২৫ লাখ মানুষ নানা ধরনের ভাতা পাচ্ছে। এই ক’রোনাকালে কেউ আশা করেনি মোবাইল ফোনে টাকা পাবে। কিন্তু টাকা চলে গেছে। আমাদের আশপাশে শ্রীলংকা, ভারত, নেপাল, পাকিস্তান- কোনো দেশে এই সহায়তা দেয়া হয়নি।’
তিনি বলেন, ‘সংগ্রামে-উন্নয়নে একটি নাম, তিনি হলেন জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আজকে আমরা সং’কট পাড়ি দিয়েছি।’
এছাড়া ক’রোনার সময় বিভিন্ন পদক্ষেপ নেয়ার কারণে বাংলাদেশে ক’রোনা ছড়িয়ে পড়েনি, দাবি করে তিনি স’রকারের বিভিন্ন উন্নয়নমূ’লক কর্মকাণ্ড তুলে ধরেন।