ঢাকাই সিনেমার র’হস্যময়ী চিত্রনায়িকা শবনম বুবলী। লম্বা সময় আড়ালে থেকে চলতি বছর জানুয়ারিতে প্রকাশ্যে এসেছেন। প্রকাশ করেছেন নিজের নতুন লুক। চালু করেছেন নিজের নামে ইউটিউব চ্যানেল।
এবার ভালোবাসা দিবসে ভক্তদের চমকে দিয়েছেন এ অভিনেত্রী। গিটার বাজিয়ে মাত করেছেন তিনি। ভালোবাসার মানুষের জন্য বিশেষ দিনে গিটার হাতে তুলে নিয়েছেন বুবলী। সে ভিডিও ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করেছেন নিজের ইউটিউব চ্যানেলে।
২ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিও শুরুতেই ‘পাসওয়ার্ড’ সিনেমার একটি গানের কিছু অংশ গিটারে বাজিয়েছেন শবনম বুবলী।
পরে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আজকের এই বিশেষ দিনটিতে আমি সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আমার কাছে মনে হচ্ছিল, এই স্পেশাল দিনটাতে আমি আমার ভালোবাসার মানুষদের স’ঙ্গে একটু স্পেশালভাবে কা’টাই, সবাইকে শুভেচ্ছা জানাই। যারা আমাকে একটু হলেও পছন্দ করেন, তাদের প্রতি আমার অনেক অনেক শুভ কামনা, অনেক ভালোবাসা।’
মিউজিক ভীষণ পছন্দ করেন উল্লেখ করে এ চিত্রনায়িকা বলেন, ‘আমি সিনেমার মানুষ। তার বাইরে মিউজিক আমার ভীষণ পছন্দ। গান শুনতে ভীষণ ভালো লাগে। ছোটবেলা থেকেই গিটার এবং পিয়ানো ভীষণ ভালো লাগে। যার জন্য ফান করে আজকে গিটার বাজানো।’
বুবলী গিটার বাজানোর ভিডিও বেশ ইতিবাচক হিসেবেই নিয়েছে নেটিজেনরা। ভিডিও কমেন্টস দেখেই তার ধারণা পাওয়া যাচ্ছে। ফাহমিদা মাহিরা লিখেছেন, ‘অনেক প্রতিভা তোমার। পা’গল মন আমার অনেক পছন্দের গান।’