Breaking News

চাঞ্চল্যকর ত’থ্য! উইঘুর মু’সলিম’দের ক’ঠোর শ্রমে বা’ধ্য করছে চীন!

(১) চীন তার পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ের বিশাল তুলার ক্ষেতগুলোতে এক লাখেরও বেশি উইগুর এবং অন্যান্য সংখ্যালঘুদের ক’ঠোর শা’রীরিক শ্রমের জন্য বা’ধ্য করছে। অনলাইনে নতুন কিছু নথি ফাঁ’স হয়েছে।

এতে দেখা যাচ্ছে, এ সব শ্র’মিকদের উৎপাদিত তুলা বিশ্বের তুলা সরবরাহের পাঁচ ভাগের এক ভাগ এবং ফ্যাশন শিল্পে বিশ্বব্যাপী এ তুলা ব্যবহৃত হয়।

নতুন এক গবে’ষণায় এমন ত’থ্য উঠে এসেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

(২) চীনের ব’ন্দি শিবিরের ১০ লাখেরও বেশি আ’টককৃতদের এ কাজে লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে টেক্সটাইল কারখানায় কাজের জন্য জো’র করার অভিযোগ ইতোমধ্যে প্রমাণিত হয়েছে।

তবে চীন স’রকার এ সব দাবি অস্বীকার করেছে। তাদের ভাষ্য মতে, শিবিরগু’লি ‘বৃত্তিমূ’লক প্রশিক্ষণ স্কুল’ এবং কারখানাগু’লি স্বেচ্ছাসেবী,‘দারিদ্র্য বিমোচন’ প্রকল্পের অংশ।

তবে নতুন পাওয়া প্রমাণ থেকে জানা যায়, প্রতিবছর প্রায় ৫ লাখ সংখ্যালঘু শ্র’মিকদের মৌসুমী তুলা সংগ্রহে বা’ধ্য করা হচ্ছে। এ ছাড়া পরিস্থিতি অনুযায়ী প্রতিবছর জো’র করে কাজ করানোর প্রবণতা বাড়ছে।

(৩) এ নথিগু’লি উন্মোচন করেছেন ওয়াশিংটনের ভি’কটিমস অফ কম্যুনিজম মেমোরিয়াল ফাউন্ডেশনের সিনিয়র ফেলো ড. অ্যাড্রিয়ান জেনজ।

তিনি বলেন, আমার দৃষ্টিতে এই নিদর্শনগু’লি সত্যিই ঐতিহাসিক স্তরের। প্রথমবারের মতো আমাদের কাছে শুধুমাত্র তৈরি পোশাক শিল্প নয় এমনকি তুলা উৎপাদন শিল্পে সংখ্যালঘুদের কাজে বা’ধ্য ও নি’র্যাতন করার প্রমাণ রয়েছে। আমি মনে করি এটি একটি গেম-চেঞ্জার হিসেবে কাজ করবে।

(৪) উল্লেখ্য, জিনজিয়াং প্রদেশে উইঘুর মু’সলিম’দের ও’পর এক দশক ধরে অ’ত্যাচার চালাচ্ছে চীনা কমিউনিস্ট স’রকার।

চীনের সে’নাবা’হিনী ও পু’লিশ উইঘুর মু’সলিম’দের মা’নবাধিকার এবং ন্যূনতম স্বাচ্ছন্দ্যটুকুও কেড়ে নিয়েছে। নিজ ধর্ম পালনের অধিকারটুকুও তাদের নেই।

About tanvir

Check Also

ট্রা’ম্প অনুষ্ঠানে আসবে না, ভালো হয়েছে : বাইডেন

যুক্তরাষ্ট্রের নতুন প্রে’সিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা দিয়েছেন বিদায়ী প্রে’সিডেন্ট ডোনাল্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *