তার বড় মে’য়ে মালিয়া ওবামা প্রেম করছেন বলে জানিয়েছেন মা’র্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রে’সিডেন্ট বারাক ওবামা। মে’য়ের প্রে’মিক একজন ব্রিটিশ। ক’রোনাভা’ইরাসে ম’হামা’রির শুরুতে তার মে’য়ের প্রে’মিক ওবামার বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন।
ইয়াহু নিউজের খবরে বলা হয়েছে, দ্য বিল সিমন্স পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা এটি নিশ্চিত করেন।
তিনি মালিয়ার প্রে’মিকের বি’ষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে এটি নিশ্চিত করেন তার মে’য়ের প্রে’মিক একজন ব্রিটিশ। মূ’লত তার কোয়ারেন্টাইনের কর্মকাণ্ড নিয়ে বলতে গিয়েই এটি প্রকাশ করেন তিনি।
ওবামা বলেন, ‘সে একজন ব্রিটিশ। চমৎকার যুবক। মে’য়েদের প্রেম নিয়ে চিন্তিত নন ওবামা। স’ন্তানেরা নিজের মতো করে জীবনযাপন করবে, এটাই তিনি চান।
পোস্ট
বিভিন্ন মা’র্কিন সংবাদ মাধ্যমের খবরে এর আগে বলা হয়, সাবেক প্রে’সিডেন্ট বারাক ওবামার বড় মে’য়ে মালিয়া প্রেম করছেন। প্রে’মিকের স’ঙ্গে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
তার ব্রিটিশ প্রে’মিক রোরি ফারকুহারসন। তিনি ব্রিটিশ এক ব্যাংক কর্মকর্তার ছেলে। গলফও বেশ ভালো খেলেন তিনি, যাকে বারাক ওবামার স’ঙ্গে তার সুসম্প’র্ক হওয়ার একটি শ’ক্ত ভিত হিসেবে দেখা হচ্ছে। কারণ ওবামার প্রিয় খেলার তালিকায় আছে গলফ।