মাত্র ছয় মাস আগেই বাবা হয়েছিলেন ৩৯তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা ডা. দিপংকর পোদ্দার। তবে প্রিয় স’ন্তান-স্ত্রী’কে রেখে না ফেরার দেশে পারি জমিয়েছেন তিনি। শুক্রবার (১৮ ডিসেম্বর) সড়ক দু’র্ঘ’টনায় নি’হত হয়েছেন এই
বিসিএস কর্মকর্তা।জানা গেছে, বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ আধুনিক জে’লা সদর হাসপাতালে নাইট ডিউটি করে শুক্রবার সকালে তিনি স্ত্রী ও স’ন্তানের কাছে যাওয়ার জন্য শায়েস্তাগঞ্জ যাচ্ছিল। বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের
কলিমনগর নামক স্থানে পিকআপ, সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সং’ঘর্ষ হয়। এতে ঘ’টনাস্থলেই তার মৃ’ত্যু হয়।ঘ’টনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, ডা. দীপংকর
৩৯তম বিসিএসএর একজন কর্মকর্তা। তার স্ত্রী সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে কোর্সে আছেন।
তাদের ৬ মাসের এক স’ন্তানও রয়েছে। তিনি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিসিন ও শি’শুরো’গ বিভাগে কর্মরত ছিলেন।