ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সং’সদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, মা’মলা-হা’মলা দিয়ে আমাদের দ’মন করা যাবে না।
তিনি বলেন, মাঠের রাজনীতিতে আমরা শ’ক্তিশালী সংগঠন বা দল এক্ষেত্রে হয়তো আমাদের কোণঠাসা করার জন্য কিংবা দ’মন-পীড়ন করার জন্য নতুন ফন্দি বা রাস্তা তারা তৈরি করেছে। এসব মা’মলা-হা’মলা দিয়ে আমাদের দ’মন করা যাবে না। আমাদের কার্যক্রম গতানুগতিকভাবে চলছে চলবে।
রোববার (২০ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জু’ডিশিয়াল ম্যা’জিস্ট্রেটের প্রথম আ’দালতে নূরের বি’রুদ্ধে রাষ্ট্রদ্রোহ মা’মলার আবেদন করা হয়। এই বি’ষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
নুর বলেন, স’রকার নানা কারণে ভীত-সন্ত্রস্ত্র। কারণ তারা এতদিন রাষ্ট্রযন্ত্রকে নি’য়ন্ত্রণ করে ক্ষ’মতা ধরে রেখেছে অগণতান্ত্রিকভাবে। এখন রাজপথে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বি’রোধী সংগঠনের আন্দোলন সংগ্রাম হচ্ছে।
দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশের কারণে আমাদের যে উন্নয়ন সহযোগী সংস্থা বা বিদেশি সংস্থা বা দাতা রাষ্ট্রগুলো মা’নবাধিকার এবং গণতন্ত্রের প্রশ্নে স’রকারকে চা’প দিচ্ছে।
উল্লেখ্য, উ’স্কানিমূ’লক বক্তব্য দেয়ার অভিযোগে আজ ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জু’ডিশিয়াল ম্যা’জিস্ট্রেটের প্রথম আ’দালতে নুরুল হকের নুরের বি’রুদ্ধে রাষ্ট্রদ্রোহ মা’মলার আবেদন করেন জে’লা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল।
মা’মলায় ব্রাহ্মণবাড়িয়া জে’লা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনসহ ছাত্রলীগের ৬ জন নেতাকর্মীকে সাক্ষী করা হয়েছে।
অভিযোগে মা’মলার বা’দী রবিউল হোসেন রুবেল বলেন, ‘১৬ ডিসেম্বর রাত ৮টার দিকে নুর তার ব্যক্তিগত আইডি থেকে ফেসবুক লাইভে এসে স’রকার ও স’রকারের সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠান সম্প’র্কে সাধারণ মানুষকে উসকে দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা, ভীতি প্রদর্শক ত’থ্য উপাত্ত প্রকাশ করেন।
স’রকারের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে বেহুদা কমিশন, বাংলাদেশের বৈধ নির্বাচিত স’রকারকে বারবার অ’বৈধ অর্নিবাচিত স’রকার বলে আখ্যায়িত করেছেন।
পাশাপাশি আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শবি’রোধী ও ছাত্রলীগ কর্মীদের নিয়ে অশালীন মন্তব্য করেন। তার এমন মিথ্যা বক্তব্যের কারণে দেশের বিভিন্ন স্থানে দা’ঙ্গা ও ফ্যাসাদ সৃষ্টি করেছে।’
এছাড়া মা’মলার বা’দী রুবেলকে মা’দকাসক্ত ও ফেনসিডিল ব্যবসায়ী বলে মানহানিকর বক্তব্য দিয়েছেন। রুবেল বলেন, ‘আমি মনে করি, নুর বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র সম্প’র্কে মিথ্যা ও উ’ত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির ষ’ড়যন্ত্র করে রাষ্ট্রকে অস্থিতিশীল এবং অশান্ত পরিবেশ সৃষ্টি,
আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর মানসে আ’ক্রমণাত্মক মিথ্যা ত’থ্য প্রকাশ করেন। পাশাপাশি ব্যক্তিগতভাবে আমার মানহানি করেছেন। আমি মা’মলার আ’সামি নুরের গ্রে’ফতারসহ দৃষ্টান্তমূ’লক শা’স্তির দাবি জানাচ্ছি।’