প্রাক্তন প্রে’মিকের বাসর ঘরে ঢুকে নববধূর চুল কে’টে চোখে সুপার-গ্লু ঢেলে দেয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বি’রুদ্ধে। মঙ্গলবার ভারতের বিহার রাজ্যের নালন্দা জে’লায় এ ঘ’টনা ঘটে।
মিড ডের একটি প্রতিবেদন অনুসারে, বিহারের উপ-বিভাগীয় পু’লিশ কর্মকর্তা (এসডিপিও) মো. শিবলি নোমানী বার্তা সংস্থা আইএএনএসকে জানান, অ’ভিযুক্ত ওই তরুণীর প্রাক্তন প্রে’মিকের নাম গোপাল রাম।
মঙ্গলবার নিকটবর্তী শেখপুরা জে’লায় তার বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানের পর গোপাল রাম নববধূ ও পরিবারের সদস্যদের নিয়ে নিজ গ্রামে ফিরে আসেন।
বিয়ের পর সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে অ’ভিযুক্ত তরুণী গোপাল রামের বাসায় ঢোকেন। এরপর প্রাক্তন প্রে’মিকের ঘরে ঢুকে নববধূর চুল কে’টে দেন এবং চোখে সুপার-গ্লু ঢেলে দেন।
য’ন্ত্রণায় ওই নববধূ চি’ৎকার করে উঠলে পরিবারের অন্য সদস্যদের ঘুম ভে’ঙে যায় এবং ওই তরুণীকে হাতেনাতে আ’টক করা হয়। পরে তাকে ঘ’টনাস্থলে মা’রধর করে পু’লিশের হাতে তুলে দেওয়া হয়।
পু’লিশের এক কর্মকর্তা জানান, নববধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দৃষ্টিশ’ক্তি হা’রিয়ে ফেলার আ’শঙ্কা রয়েছে।