লক্ষ্মীপুর-২ আসনের সং’সদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সং’সদ সদস্য সেলিনা ইসলাম ও তার মে’য়ে ওয়াফা ইসলামকে আগাম জা’মিন না দিয়ে তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২৮ ডিসেম্বরের মধ্যে বিচারিক আ’দালতে তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অপরদিকে দু’র্নীতি দ’মন কমিশনের (দুদক) করা অ’বৈধ সম্পদ অর্জন ও অর্থপা’চারের মা’মলায় কুয়েতে গ্রে’ফতার হয়েছেন পাপুল।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আ’দালতে দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
এর আগে তাদেরকে আত্মসমর্পণ করতে ১০ দিনের সময় দেওয়া হলেও নিম্ন আ’দালতের অবকাশকালীন ছুটির কারণে তারা তা করতে পারেননি। তাই সময় চেয়ে তারা হাইকোর্টে আবেদন জানান।
এরপর আত্মসমর্পণের নতুন তারিখ নির্ধারণ করার জন্য মঙ্গলবার তারা দুইজন হাইকোর্টে আসেন। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট তাদের আত্মসমর্পণের জন্য ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁ’ধে দেন।
গত ২৬ নভেম্বর অ’বৈধ সম্পদ অর্জন ও অর্থপা’চারের মা’মলায় কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মে’য়ে ওয়াফা ইসলাম হাইকোর্টে আগাম জা’মিন চেয়ে আবেদন করেন। পাপুল কুয়েতে গ্রে’প্তার হওয়ার পর গত ১১ নভেম্বর তিনিসহ তার স্ত্রী এমপি সেলিনা,
শ্যালিকা জেসমিন প্রধান এবং মে’য়ে ওয়াফা ইসলামের বি’রুদ্ধে একটি মা’মলা করে দুদক।
মা’মলায় অভিযোগ থেকে জানা যায়,
পাপুলের শ্যালিকা জেসমিন শিক্ষার্থী থাকাবস্থায় দুই কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৭৩৮ টাকার অ’বৈধ সম্পদ অর্জন করেছেন। এমন অভিযোগে গত ১৭ জুন পাপুলের স্ত্রী, মে’য়ে ও শ্যালিকার দেশত্যাগে নি’ষেধাজ্ঞা দিয়েছে দু’র্নীতি দ’মন কমিশন।