কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর বাড়িতে হা’মলা ভা’ঙচুর ও লু’টপাটের ঘ’টনা ঘটেছে।
এ ঘ’টনায় ছাত্রলীগের আহবায়ক শিমুল ও উপজে’লা শ্র’মিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুলসহ ছয়জনকে আ’টক করেছে পু’লিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ হা’মলার ঘ’টনা ঘটে। বিএনপি প্রার্থীর দাবি, উপজে’লা ছাত্রলীগের আহ্বায়ক শিমুলের নেতৃত্বে ওই হা’মলার ঘ’টনা ঘটে। এসময় পরিবারের না’রীদের মা’রধরের পাশাপাশি তার ব্যবহৃত মোটরসাইকেলটিও নিয়ে যায় তারা।
বিএনপি প্রার্থী নাফিজ আহমেদ খান রাজু জানান, রাত সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তারিকুলের ছোট ভাই আতিক ও ছাত্রলীগের আহবায়ক শিমুলসহ ১৫-২০ জন হা’মলা চা’লিয়ে বাড়িতে না’রীদের গায়ে হাত তোলে এবং ভা’ঙচুর করে একটি মোট সাইকেল নিয়ে যায়।
তিনি বলেন, বিএনপি আমাকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ দলীয় প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম তার ক্যাডার বাহিনীর দিয়ে আমাকে এবং আমার কর্মীদের হু’মকি ধামকি দিয়ে আসছিল।
আমি যাতে করে প্রচারণায় নামতে না পারি সেই জন্য আমাকে এক প্রকার গৃহব’ন্দি করে করে রাখা হয়। আমার কোনো পোস্টার প্রদর্শন করতে দেয়া হয় না।
নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও কোন ফল মেলেনি। তারই বহিঃপ্রকাশ আমাদের বাড়িতে হা’মলা। এই ঘ’টনার পর থেকেই আমি আমার পরিবার নিয়ে চ’রম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।
অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম। কারা হা’মলা চা’লিয়েছে তা তার জানা নেই বলেও জানান তিনি।খোকসা থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, বিএনপি প্রার্থীর বাড়িতে হা’মলার ঘ’টনা ঘটেছে। এ ঘ’টনায় শিমুলসহ ছয়জনকে আ’টক করা হয়েছে।
এদিকে বিএনপি মেয়র প্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর বাড়িতে হা’মলার ঘ’টনায় তীব্র নি’ন্দা ও প্র’তিবাদ জানিয়েছেন কুষ্টিয়া জে’লা বিএনপি’র সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হা’মলার ঘ’টনায় জ’ড়িতদের গ্রে’ফতার করে দৃষ্টান্তমূ’লক শা’স্তি দাবী করেন। একই স’ঙ্গে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিও জানান তিনি।