পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির ওয়েব সিরিজে অভিনয় করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধ’ন। ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নামের ওয়েব সিরিজে অভিনয় করবেন বাঁধ’ন। বাংলাদেশের লেখক মোহাম্ম’দ নাজিম উদ্দিনের উপন্যাস
‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে সিরিজটি নির্মাণের ঘোষণা দিয়েছে ভারতীয় ওটিটি প্লাটফরম হইচই।
এতে মুশকান জুবেরীর চরিত্রে তাকে দেখা যাবে বলে এক খবরে জানিয়েছে বর্তমান পত্রিকা। পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর এলাকায় ইতিমধ্যে দৃশ্যধারণ শুরু করেছেন সৃজিত মুখার্জি। এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন অঞ্জন দত্ত; থাকছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্যসহ আরও অনেকে।
মাশরাফীরা করলে দোষ নেই, আমি করলেই দোষ: হিরো আলম
সোশ্যাল মিডিয়ায় হিরো আলমের ব্যাপক পরিচিতি। সাহস করে নিজেই সিনেমায় টাকা ঢেলে হয়েছেন নায়ক। সিনেমার নামও দিয়েছেন সাহসী হিরো আলম।
সব খানেই হিরো আলমের পদচারণা। তিনি নিয়মিত গানও গাইছেন। বর্তমানে গানেই ব্যস্ত অভিনেতা হিরো আলম। নিজেকে নিয়ে লিখেছেন বইও।
কারণ আলম মনে করেন তার সংগ্রামী জীবনের কথা মানুষ জানুক। সবাইকে গিয়ে তো আর এই সংগ্রাম ক’ষ্টের গল্প শোনানো যাবে না। তাইতো বই লিখেছেন তিনি। কারণ আলম মা’রা গেলেও যেন মানুষ এই বই পড়ে তার সম্প’র্কে জানতে পারেন।
একটি অনলাইন প্ল্যাটফর্মের সাক্ষাৎকারে হিরো আলম একজন বিনোদন দুনিয়ার মানুষ হিসেবে কেন রাজনীতিতে এলেন মানে এমপি নির্বাচন করলেন।
তা জানতে চাওয়া হয়। উপস্থাপিকা বলেন যে একজন এন্টারটেইনারকে সাধারণত মানুষ রাজনীতিতে জড়িয়ে পড়া পছন্দ করেন না।
এ নিয়ে হিরো আলম বলেন, দেখু’ন আমার সব কিছুতেই দোষ। কোনো কিছুই ওদের সহ্য হয় না। যখন ভাইরাল হলাম মানুষ কইলো ও আবার কিসের হিরো। পরে তো নিজে সিনেমা প্রযোজনা করে হিরো হলাম। আবার নির্বাচন করলাম। সেটা নিয়াও সমস্যা।
তিনি উদাহরণ টেনে বলেন, ‘মমতাজ, নায়ক ফারুক, মাশরাফী, কবরী আপা সবাই তো এন্টারটেইনার। তারা রাজনীতি করলে যদি সমস্যা না হয়।
আমি করলেই দোষ? আমি কী দোষ করছি। আমি নির্বাচিত হইনি। তবে আমার ক্যাম্পেইন থেকে শুরু করে সবখানেই সফল ছিলাম।’