(১) বঙ্গবন্ধুর ভা’স্কর্য ভা’ঙার হু’মকিদাতা ত’থাকথিত বক্তারা চুক্তি করে লাখ টাকার বিনিময়ে হেলিকপ্টারে এসে ওয়াজ করে জনগণকে বি’ভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন হুইপ স্বপন। বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে,
জয়পুরহাট জে’লা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধ’না অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জাতীয় সং’সদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
(২) তিনি বলেন, ‘টাকার বিনিময়ে মহানবী হযরত মোহাম্ম’দ (সঃ) কোনোদিন ইসলাম প্রচার করেন নাই। কিন্তু, যে আলেমরা বঙ্গবন্ধুর ভা’স্কর্য ভা’ঙার হু’মকি দেন।
সেই তথাকথিত আলেমরা এবং ওয়াজকারীরা চুক্তি করে লাখ লাখ টাকার বিনিময়ে হে’লিকপ্টারে এসে ওয়াজ করে আর ফতোয়া দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তারা ইসলামের বন্ধু না।’
(৩) স্বপন আরও বলেন, ‘তারাই বলে শ’হীদ মিনারে ফুল দিলে শি’রক হবে, ছবি তোলা যাবে না। নৌকায় ভোট দিলে বিবি তা’লাক হয় যাবে বলে,
রবীন্দ্র সংগীত গাওয়া হা’রাম বলে মানুষকে গো’মরা করে, ইসলামের ভু’ল ব্যাখ্যা দিয়ে মানুষকে উ’ত্তেজিত করে। এই ধরনের ফ’তোয়া দিয়ে ওয়াজ করে দেশটাকে তারা পিছিয়ে দিচ্ছে। এদেরকে স’ম্মি’লিতভাবে প্র’তিহত করতে হবে।’