রাজধানীতে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস বলছে, রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা প্রায় গতকালের মতোই থাকবে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে আবহাওয়া পূর্বাভাসে এ ত’থ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে।
আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এতে আরো বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬ টায় তাপমাত্রা ১৪.৭০ ডিগ্রি সেলসিয়াস ও আর্দ্রতা ৯৯ শতাংশ ছিল। বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৩.৪০ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে। শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৯ মিনিটে।