চট্টগ্রামের রাউজানে ব’ন্দুক দিয়ে কুকুর মা’রতে গিয়ে নিজের গু’লিতে হাজী মো. কোব্বাত আলী (৪৮) নামে এক দুবাই প্রবাসীর মৃ’ত্যু হয়েছে। তিনি উপজে’লার ১০নম্বর পূর্ব গুজরা ইউপির ৭নম্বর ওয়ার্ডের মৃ’ত হাজী বিল্লাল মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বাড়ির পাশে একদল কুকুরকে তাড়া করছিলেন কোব্বাত।
এক পর্যায়ে একটি কুকুরকে গু’লি করে মা’রেন তিনি। এ সময় অসাবধানবসত তার গায়ে নিজের ব’ন্দুকের গু’লি লাগে। এরপর স্থানীয়রা আ’হতবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় তিনি সেখানে মা’রা যান।
পূর্ব গুজরা পু’লিশ ফাঁড়ি ত’দন্ত কেন্দ্রর এসআই ইসমাঈল ঘ’টনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গু’লিতে মৃ’ত কুকুরটি বাড়ির পাশে নিচু জমিতে পাওয়া গেছে।
তবে আমরা ঘ’টনাস্থলে যাওয়ার পূর্বে নিজের লাইসেন্সকৃত ব’ন্দুকের গু’লিতে আ’হত ব্যক্তিকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যান। সেখানে ৫টার পর তিনি মা’রা যান বলে শুনেছি। তবে এ ঘ’টনা আরো ত’দন্ত হবে।’
রাউজান থানার ভারপ্রা’প্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘তিনি একজন প্রবাসী ব্যবসায়ী। গত দুইমাস আগে অ’স্ত্রটি রাউজান থানা থেকে নিয়ে যান।
নিজের লাইসেন্স করা দুই নলা বিশিষ্ট গু’লি দিয়ে কুকুর মা’রতে গিয়ে গু’লিবিদ্ধ হলে আ’হত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃ’ত ঘোষণা করেন। আগামীকাল (শনিবার) ম’য়নাত’দন্ত করা হবে।’