প’র্নোগ্রাফি আইনে দা’য়ের করা মা’মলায় ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রের পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধাকে কা’রাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আ’দালত।
শুক্রবার (২৫ ডিসেম্বর) মা’মলার ত’দন্ত কর্মকর্তা গো’য়েন্দা পু’লিশের (ডি’বি) পরিদর্শক আবুল কালাম আজাদ তাদের ঢাকা মহানগর হাকিম আ’দালতে হাজির করে।
এ সময় রমনা থানায় করা প’র্নোগ্রাফি আইনে করা মা’মলার ত’দন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কা’রাগারে আ’টক রাখার আবেদন করেন ত’দন্ত কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তাদের কা’রাগারে পাঠানোর আদেশ দেন।
‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে পু’লিশকে নিয়ে অশালীন সংলাপের অভিযোগে গতকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তাদের আ’টক করা হয়।
এরপর ডি’বির পু’লিশ পরিদর্শক কাজী মো. নাসিরুল মামুন রমনা থানায় প’র্নোগ্রাফি আইনে তাদের বি’রুদ্ধে মা’মলা দা’য়ের করেন।
অযোগ্য নির্বাচন কমিশনের পদত্যাগ চায় গোটা জাতি’: বিএনপি
বিএনপি মহাস’চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অযোগ্য ও দু’র্নীতিগ্রস্ত কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না জেনেও পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।
এই কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। গোটা জাতি এই নির্বাচন কমিশনের পদত্যাগ চায়।”
সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাবে ফখরুল বলেন,
“আওয়ামী লীগ দেশের গণতন্ত্র খেয়ে ফে’লেছে। তারপরও দলটি বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে কথা বলছে। এটা তাদের মুখে মানায় না।