মধ্যপ্রাচ্যের ইহুদিবা’দী দ’খলদার রাষ্ট্র ই’সরায়েলকে স্বীকৃতি না দেওয়ার ইস্যুতে মা’র্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং তাদের মিত্র দেশগুলোর চা’পে কখনো পিছু হটবে না পাকিস্তান।
রবিবার (২৯ নভেম্বর) দেশটির ক্ষ’মতাসীন দল তেহরিক-ই-ইনসাফ এমনই দাবি করেছে। এক টুইট বার্তায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল বলেছে, ফিলিস্তিনের জনগণের ই’চ্ছার প্রতিফলন এবং জাতিসংঘের প্রস্তাবের ন্যায়স’ঙ্গত এবং সুষ্ঠু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাকিস্তান ই’সরায়েলকে স্বীকৃতি দেবে না।
এছাড়া ইসলামাবাদের পররাষ্ট্র ম’ন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী টুইট বার্তায় জানান, ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি পাকিস্তানের দৃঢ় সমর্থন থাকবে।
এর আগে গত মাসে ইমরান খান বলেছিলেন, যুক্তরাষ্ট্রে ই’সরায়েলের গভীর প্রভাব ইসলামাবাদে চা’প সৃষ্টির পেছনে রয়েছে।
এছাড়া চা’প সৃষ্টির পেছনে সৌদি আরব রয়েছে বলে ইঙ্গিত দেন ইমরান খান।
পাক প্রধানমন্ত্রী বলেন, নির্দিষ্ট কিছু বি’ষয় আছে যা আমরা বলতে পারি না কারণ তাদের স’ঙ্গে আমাদের সম্প’র্ক ভালো এবং আমরা চাই না তাদের অস্বস্তির কারণ হতে।