বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের ৫৫তম জ’ন্ম’দিনে আবারও সামনে এল বিয়ের প্রশ্ন। সালমান খানের কাছে দেশের মানুষের যেন একটাই প্রশ্ন-‘কবে বিয়ে করবেন ভাইজান?’ উত্তর না পেলেও আশাহত হন না ভাই-প্রেমীরা।
এই প্রশ্ন উঠতেই থাকে ক্রমাগত। রবিবার তার জ’ন্ম’দিনে ফের উসকে দেওয়া হল সেই চিরাচরিত প্রশ্নটি।
আ’নন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানায়, সালমানের ৫৫তম জ’ন্ম’দিনের শুভেচ্ছা জানিয়েছেন কারিনা কাপুর খান।
দুজনের একস’ঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। নিচে ক্যাপশনে লেখা, ‘শুভ জ’ন্ম’দিন সালমান। আশা করছি, খুব তাড়াতাড়ি বিয়ে করবে তুমি’। পাশে কয়েকটি ইমোজি, যার মধ্যে চোখ মা’রার ইমোটিকনও রয়েছে।
পত্রিকাটি বলছে, তবে কি কারিনার কথায় বলিপাড়ার কোনো গো’পন কথার আভাস পাওয়া গেল,
নাকি নিছকই মশকরা করলেন কারিনা? যেহেতু সালমানের বিয়ে নিয়ে মানুষের আ’গ্রহের কমতি নেই, সেই আ’গ্রহের আ’গুনেই কি তাহলে আরেকটু ঘি ঢেলে দিলেন অভিনেত্রী!