স্বা’মীকে নিয়ে বেশ আছেন বলিউড অভিনেত্রী সানা খান। হানিমুন করতে গিয়েছেন কাশ্মীরে। বরকে নিয়ে সোশাল মিডিয়াতেও সারাদিন ব্যস্ত থাকেন সানা। পোস্ট করেন একের পর এক ছবি, ভিডিও।
আর তা নিয়ে ট্রলের শি’কারও হন যথারীতি। এসব ট্রলে বির’ক্ত মাওলানা আনাস সাঈদ। তিনি যেন বেশ বি’পদেই পড়েছেন অভিনেত্রী বিয়ে করে।
একদিক থেকে প্রশ্ন আসে কেন তিনি একজন আলেম হয়েও অভিনেত্রী-মডেল বিয়ে করলেন? অন্যদিক থেকে তার কাছে প্রশ্ন আসে কেন তিনি একজন অভিনেত্রীকে জোর করে শোবিজ ত্যাগ করিয়ে বিয়ে করলেন? স্বভাবতই বির’ক্ত তিনি।
তাই অনেকটা ধমকেও দিয়েছেন সমালোচকদের। এমনটাই দাবি করছে ভারতীয় গণমাধ্যম এবিপি নিউজ।
এক প্রতিবেদনে তারা প্রকাশ করেছে, নিজের ছবি শেয়ার করে আনাস সাঈদ লিখেছেন, কারো পাপ বা অ’পরাধ দেখলে নিজের চোখ ঢেকে ফেলো,
তার জন্য দোয়া করো, পৃথিবীর লোকের পাপ ঢাকা দাও। তাতে কেয়ামতের সময় আল্লাহ তোমাদের পাপ ঢেকে ফেলবেন।
শেষে লিখেছেন, আমিন।