ব্যাংকের টাকা আ’ত্মসাতের মা’মলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বি’রুদ্ধে আ’দালতে সাক্ষ্য দিয়েছেন তার বড় ভাই নরেন্দ্র কুমার সিনহা এবং ভাতিজা শঙ্খজিৎ সিংহ।
আগামী ১৩ জানুয়ারি মা’মলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আ’দালত।
সোমবার (২৮ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আ’দালত-৪–এর বিচারক শেখ নাজমুল আলম এই তারিখ ঠিক করেন।
নরেন্দ্র কুমার সিনহা এবং শঙ্খজিৎ সিংহ দুজনেই বলেছেন, ‘এস কে সিনহার কথাতেই’ তাদের নামে শাহজালাল ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় হিসাব খোলা হয়েছে।
পরে সেই হিসেবে সোয়া দুই কোটি টাকা স্থানান্তরের বি’ষয়ে তারা ‘জানতেন না’। ৭০ বছর ব’য়সী নরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতির আপন বড় ভাই। আর শঙ্খজিৎ সিনহা বিচারপতি সিনহার মামাতো ভাইয়ের ছেলে।
এদিন সাক্ষ্য গ্রহণের সময় মা’মলার অন্যতম আ’সামি ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী) অ’সুস্থ হয়ে পড়লে তাকে পাশের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে পাঠানো হয় কা’রাগারে।