বিএনপির মহাস’চিব মির্জা ফখরুল ইসলাম আবারো বলেছেন, এই নিবার্চন কমিশনকে এখনই পদত্যাগ করা উচিত।
পদত্যাগ না করে দেরি হওয়াটা প্রমাণ করে তাদের যে আত্মসম্মান বোধ বলতে কিছুই নেই। যে দেশের বিশিষ্ট নাগরিকগন নির্বাচন কমিশনকে দুনীর্তিগ্রস্থ মনে তাদের তো থাকা উচিত না।
সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এ কথা বলেন মির্জা ফখরুল।
তিনি আরো বলেন, সারাদেশে ২৪টি পৌরসভায় নির্বাচন হয়েছে। কিন্তু তেমন কোথাও সুষ্ঠু নির্বাচনের খবর পাওয়া যায়নি। এছাড়া ইভিএম বাংলাদেশের জন্য উপযোগি নয়।
ইভিএম এ ভোট নেওয়ার মধ্যে স’রকারের একটা উদ্দেশ্য কাজ করছে। অন্যান্য দেশে ইভিএম এ ভোট প্রদান করলে একটা রিসিভ প্রদান করে আমি সঠিক জায়গায় ভোট প্রদান করলাম কি না!
কিন্তু আমাদের দেশের চিত্র ঠিক উল্টো। সেক্ষেত্রে ইভিএম এ ভোট জালিয়াতি যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এ সময় জে’লা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ জে’লা ও উপজে’লা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।