আলহাম’দুলিল্লাহ
আল্লাহু’ম্মা লাকাল হাম’দ
দীর্ঘ ৯ মাস পর আ’দালতের অনুমতিক্রমে আমা’র পরম শ্রদ্ধেয় পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হাফিজাহুল্লাহ’র সাথে কোর্ট রুমে ৫ মিনিটের জন্য সাক্ষাত হলো।
আব্বার সাথে সাক্ষাত হলো ২৯২ দিন পর !
আমা’র বুকটা ঠান্ডা হয়ে গেছে। আব্বাকে দেখছিলাম আর চোখের পানি টপটপ করে পড়ছিলো আমা’র। শত শত পু’লিশ কোর্ট রুমে আব্বাকে ঘিরে রেখেছিলো। কিন্তু কোন হুঁশ ছিলোনা আমা’র। অঝোরে কেঁদেছি আমি।
আব্বার পবিত্র কপালে আর হাতে আমি কতেবার চুমু দিয়েছি তা আমি নিজেও জানিনা।
যতক্ষন ছিলাম আমি আব্বার পবিত্র চেহারাখানি দেখছিলাম,
দেখছিলাম আর দেখছিলাম।
আল্লাহ তায়ালার মেহেরবানীতে আব্বা নানারকম শারিরীক ক’ষ্টের পরও ভালো আছেন। আলহাম’দুলিল্লাহ তার মা’নসিক মনোবল আছে পর্বতসম।
আব্বা দেশবাসীকে সালাম জানিয়েছেন।
দোয়া চেয়েছেন। যাকাতের টাকা আত্নসাত ও আয়কর ফাঁকির মতো স’রকারের এসব উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট মা’মলায় দেশপ্রে’মিক জনতাকে বি’ভ্রান্ত না হওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন।
এসব মা’মলা আর কা’রাগার থেকে আ’দালতে টানা হেঁচড়া করে তার মা’থা নত করানো যাবেনা বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
আমা’র আব্বা আজকেও তার দু’টি স্বপ্নের কথা আমাদেরকে স্ম’রণ করিয়ে দিয়েছেন। তার স্বপ্ন দুটির কথা আব্বা বললেন এভাবে –
১. ‘জীবনের শেষ বারের জন্য হলেও আমি মাসজিদুল হারামে যেতে চাই। তাওয়াফ করতে চাই।
আল্লাহর ঘরের দরোজায় একটা চুমু দিতে চাই। মাতাফে দু’রাকাত সালাত আদায় করতে চাই। ম’দীনা মুনাওয়ারায় যেতে চাই। রাসুলুল্লাহ (সা) এর রওজা মুবারক জিয়ারত করতে চাই। সেখানে দাঁড়িয়ে আল্লাহর রাসুল (সা)কে সালাম দিতে চাই।’
২. ‘জীবনে আর একটিবারের জন্য হলেও আমি কোরআনের ময়দানে ফিরতে চাই। কাঠের ছোট্ট ঐ চেয়ারে বসে আল্লাহর কোরআন আবারো বিশ্ববাসীকে শোনাতে চাই। কোরআনের একটি আয়াত হলেও তাফসীর করতে চাই।
আমি তাফসীররত অবস্থায় জালিম’রা ব্রাশফায়ারে আমা’র বুক ঝাঁজরা করে দিক, আমি শহীদি র’ক্তমাখা দে’হে আল্লাহ আজ্জা ওয়াজালের সামনে গিয়ে দাঁড়াতে চাই।’
ওগো কাবার মালিক !
তুমি তোমা’র গো’লামকে নেক হায়াত দান করো। তাকে সুস্থ রাখো। তোমা’র নিরাপত্তার চাদরে তাকে ঢেকে রাখো। তাকে কোরআনের ময়দানে দয়া করে আবারো ফিরিয়ে দাও।
Masood Sayedee – মাসুদ সাঈদী