যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রে’সিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটনে ডেমোক্রেটস জো বাইডেন ও কমালা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন। মঙ্গলবার তার প্রধান স্টাফ একথা জানান। খবর এএফপি’র।
ফ্রাডি ফোর্ড টুইটার বার্তায় বলেন, ‘প্রে’সিডেন্ট এবং মিসেজ বুশ যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডন্ট জো বাইডেন ও ভাইস প্রে’সিডেন্ট কমালা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে ক্যাপিটলে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।’
তিনি আরো বলেন, ‘আমাদের গণতন্ত্রের প্রতীক হচ্ছে শান্তিপূর্ণ ক্ষ’মতা হস্তান্তর। এক্ষেত্রে কখনো ব্যতয় ঘটতে দেখা যায়নি।
তবে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানানো প্রে’সিডেন্ট ডোনাল্ড ট্রা’ম্পের প্রতি এটা একটা খোঁচা বলে মনে করা হচ্ছে এবং তিনি বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন কিনা তা নিশ্চিত নয়।
চলে এসেছে শীত; জে’নে নিন এই সময়ের বিশেষ তিনটি ফেসিয়াল!
শীতে ত্বক শুষ্ক হয়ে টান টান হয়ে ওঠে। এ অবস্থায় নমনীয়তায় প্রয়োজন বিশেষ ফেসিয়াল।
ফেসিয়াল ত্বকের ভে’তর থেকে ময়লা বের করে উজ্জ্বলতা আনে। তবে এই ফেসিয়াল করার আগে অবশ্যই ত্বকের ধ’রন বুঝে ক’রতে হবে। এই সময়ে ত্বকে উজ্জ্বলতার জন্য বেছে নিতে পারেন এই ফেসিয়ালগুলো।
ফলের রস
এই ফেসিয়ালে সব ফল ব্যবহার করা হয়। আপেল, কলা, পেঁপে, গাজর, শসা ও কমলার জুস ব্লেন্ড করে একটু জুস আলা’দা করে রাখু’ন। এর স’ঙ্গে মুলতানি মাটি মিশিয়ে মুখে লা’গান।
এরপর মুখ পরিস্কার করে ওই জুস দিয়ে স্ক্রাব করে ব্ল্যাকহেডস তুলে ফে’লে ই গ্যালভানিক মেশিন দিয়ে ওই জুস ম্যাসাজ করুন। এরপর প্যাক দিয়ে ২০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন।
গ্লো শাইন
প্রথমে টোনার দিয়ে মুখটা প’রিষ্কার করে নিন। ত্বকের ধ’রন বুঝে নির্বাচন ক’রতে হবে ম্যাসাজ ক্রিম।
তৈলাক্ত ত্বক হলে কিউকামবার ক্রিম, শুষ্ক ত্বক হলে গাজরের ক্রিম ব্যবহার ক’রতে পারেন। ক্রিম দিয়ে ম্যাসাজ করুন ১০-১৫ মিনিট। এরপর ক্রিমটা ভালো করে মুছে স্ক্রাব লা’গাবেন।
প্রয়োজন হলে হালকা স্টিমও দিতে পারেন। পাঁচ মিনিট ম্যাসাজ করার পর ভালো করে মুখটা মুছে নিয়ে গ্লো শাইন লোশন লা’গান।
এরপর গ্লো শাইন প্যাক লাগিয়ে ভালো করে শুকিয়ে নিন। শুকিয়ে গেলে মুখটা মুছে ময়েশ্চারাইজার লা’গান। এই ফেসিয়াল নি’য়মিত করলে ত্বকে উজ্বলতা থাকবে।
অ্যালোভেরা
প্রথমে মুখটা ঠাণ্ডা পানি দিয়ে প’রিষ্কার করে নিন। এরপর ঠাণ্ডা ম্যাসাজ ক্রিম দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে ত্বকটা নরম করে নিন। এবার স্ক্রাব দিয়ে ত্বকের ও’পর জমে থাকা ম’রা কোষ ও ময়লা প’রিষ্কার করে নিন। মুখটা ভালো করে মুছে অ্যালোভেরা প্যাক লা’গান।