সম্প্রতি নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা কাদেরের বক্তব্যের প্রস’ঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউ দলে অপরিহার্য নয়।
আজ বুধবার (৬ জানুয়ারি) সকালে স’রকারের টানা এক যুগ পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যে কোনো সি’দ্ধান্ত দলীয় সভাপতি নিতে পারেন। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ওবায়দুল কাদের তার স’রকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
ছোট ভাইয়ের বক্তব্যের বি’ষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগে শেখ হাসিনার ঊর্ধ্বে কেউ নয়, দল করলে সবাইকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। কোনো বিশেষ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেয়ার সুযোগ নেই।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স’রকারের ধারাবাহিকতার গত ১২ বছরের উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরেন ।
তিনি একে ‘যুগান্তকারী মাইলফলক’ উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল, অর্থনীতি ও আর্থ-সামাজিক ক্ষেত্রে বেশির ভাগ সূচকে দক্ষিণ এশিয়ার সব ছাড়িয়ে অগ্রগতির অভূতপূর্ব স্মারক বহন করছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানে অর্জিত হয়েছে দৃশ্যমান সফলতা। স্বাধীনভাবে কাজ করছে দু’র্নীতি দ’মন কমিশন (দুদক), নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠান।
ক’রোনার সময়ে বৈশ্বিক ম’হামা’রি নি’য়ন্ত্রণ ও প্রাকৃতিক দু’র্যোগ মো’কাবিলায় বিশ্বে বাংলাদেশ অনুকরণীয় রাষ্ট্রের মর্যাদা পেয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার প্রজ্ঞা, দৃঢ়তা, সাহসিকতা, সততা ও কর্মনিষ্ঠা আজ বিশ্বনন্দিত।
একসময়ে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন ফিরে পেয়েছে ঐতিহ্য।’
তিনি বলেন, পাট রপ্তানিতে বাংলাদেশ আজ বিশ্বে প্রথম, ইলিশে প্রথম, তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয়, অন্যান্য ক্ষেত্রসহ চাল উৎপাদনে চতুর্থ স্থানে প্রিয় বাংলাদেশ।
বাংলাদেশ সে’নাবা’হিনী ও পু’লিশ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনবদ্য অবদান রেখে চলছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রতিবেশী দেশের স’ঙ্গে অতীতের অবিশ্বাসের কৃত্রিম দেওয়াল ভে’ঙে নির্মিত হয়েছে সম্প’র্কের নতুন সেতুবন্ধ।
সমাধান হয়েছে, দীর্ঘদিনের ছিটমহল বিনিময় কার্যক্রম। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, সামাজিক এবং যোগাযোগ অবকাঠামো নির্মাণের মধ্যদিয়ে বাংলাদেশ এরই মধ্যে যোগাযোগ খাতে রীতিমতো বিপ্লব সাধিত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে।
শতভাগ বিদ্যুৎ, পায়রাবন্দর, মাতারবাড়ি প্রকল্প, গভীর সমুদ্রবন্দর, বছরের প্রথম’দিনে পাঠ্যপুস্তক উৎসব প্রধানমন্ত্রীর অবদান। শেখ হাসিনার হাত ধরেই মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণাধীন।
স্বপ্নের পদ্মাসেতু এখন দৃশ্যমান। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আর শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রস’ঙ্গত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজে’লার বসুরহাট পৌরসভা নির্বাচনের আগে গত রোববার সুষ্ঠু ভোটের দাবিতে সড়ক অ’বরোধ ও গণঅ’নশন করেন ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জাসহ নেতাকর্মীরা।
পরে আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপে তা স্থগিত করেন। এর আগে তিনি জে’লায় নিয়োগ–বাণিজ্য, টে’ন্ডারবাজি ও আওয়ামী লীগের জে’লা কমিটি নিয়েও কথা বলেন।
তাঁর এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে সারা দেশে আলোচনা শুরু হয়। পাশাপাশি কাদের মির্জা এটাও বলেন, তাঁর বক্তব্য শুধুই নোয়াখালীর আঞ্চলিক রাজনীতি নিয়ে।