বড় ছেলে দায়িত্বশীল, সেজো ছেলে মেধাবী, রাঙা ছেলে বদমেজাজী, ছোট ছেলে আবেগী -এমন কথা সচরাচর শোনা গেলেও প্রমাণিত নয়।
তবে পরিবারের মেজ স’ন্তানরা যে বেশি বুদ্ধিমান এবং সফল হয়, সে প্রমাণ নিলেছে ইউনিভার্সিটি অব এডিনবরার একটি অ্যানালাইসিস গ্রুপ এবং ইউনিভার্সিটি অব সিডনির সাম্প্রতিক একটি গবে’ষণায়।
মেজো স’ন্তানদের বেশি বুদ্ধিমান এবং সফল হওয়ার পেছনে অবশ্য বেশ কিছু কারণও আছে। বড় স’ন্তান অনেক বেশি মনোযোগ পায় বাবা-মায়ের।
আর ছোট স’ন্তান পায় সহানুভূতি। এর মাঝে টিকে থাকতে হয় মেজো স’ন্তানের। তাই ছোটবেলা থেকেই তারা বেশি ধৈ’র্যশীল, সহনশীল ও ডিপ্লোম্যাটিক হয়।
৫০০০ মানুষের ও’পর জরিপ চা’লিয়ে পাওয়া ত’থ্যমতে, মেজো স’ন্তানরা ব্য’ক্তিগত এবং ক’র্মজীবনে বেশি সফলতা লাভ করেন। শুধু সফল নয়, ব’ন্ধু হিসেবেও মেজো স’ন্তানরা দারুণ। কেননা পরিবারে মনোযোগ না পেয়ে বাইরের জগতের প্রতি বেশি আক’র্ষণ থাকে তাদের।
টিমওয়ার্ক বা মিলেমিশে কাজ করার বি’ষয়টি মেজো স’ন্তান অন্যদের চাইতে বেশ ভালো পারে। বড় স’ন্তানটি যখন জ’ন্ম নেয়, তখন সবকিছুই তার একার থাকে। কিন্তু মেজো স’ন্তানের ছোটবেলা থেকেই সব ভাগাভাগি করে নিতে হয়।
এরপর ছোট স’ন্তানের জ’ন্মের পরে তার স’ঙ্গে ও নিজে’র সবকিছু শেয়ার ক’রতে হয়। মিলেমিশে থাকার গুণটা তাই মেজো স’ন্তানের মাঝেই বেশি থাকে যা পরবর্তীতে ক’র্মক্ষেত্রে সফলতা নিয়ে আসে।
গবেষকরা বলছেন, ইগো স’মস্যা মেজো স’ন্তানের মাঝে কম থাকে। পরিবারের মেজো স’ন্তান হওয়ার কারণে খুব বেশি মনোযোগ পান না তারা। আর তাই অহেতুক অভিমান করার স’মস্যাগুলো কা’টিয়ে নিতে পারেন মেজো স’ন্তানরা। আর এতেই সফলতা ধ’রা দেয়।