দীর্ঘ বিরতির পর নায়িকা অপু বিশ্বাস ফিরলেন চলচিত্রে। নতুন একটি সিনেমার শুটিং এর জন্য চুক্তিপত্র স্বাক্ষর করেছেন অপু বিশ্বাস। নতুন এই সিনেমার নাম ‘আশীর্বাদ’ আর সেই সাথে নতুন সিনেমা শুরু করার জন্য সবার কাছে আশীর্বাদও চাইলেন অপু বিশ্বাস। সোমবার (১৭ আগস্ট) রাত ১২:০৮ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এই ত’থ্য
জানান তিনি। সেখানে অপু বিশ্বাস বলেন, ‘আশীর্বাদ’ সিনেমার জন্য সবার আশীর্বাদ চাই।’ রোববার (১৬ আগস্ট) বিকেলে হোটেল সোনারগাঁওয়ে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সিনেমাটি প্রযোজনা ও কাহিনী এবং চিত্রনাট্যের কাজও করেছেন জেনিফার ফেরদৌস।
সংলাপের জন্য প্রস্তুত আব্দুল্লাহ জহির বাবু। ২০১৯-২০ স’রকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে তারমধ্যে ‘আশীর্বাদ’ একটি।
অনুদানের এই চলচ্চিত্রটি নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। চলচ্চিত্র অনুদান পাওয়ার পর থেকেই আলোচনায় আসে ‘আশীর্বাদ’ চলচ্চিত্রের অভিনেতা- অভিনেত্রী নিয়ে।
শুরুতে অনেক নাম শোনা গেলেও অবশেষে অপু বিশ্বাসকে চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে চূড়ান্ত ভাবে ‘আশীর্বাদ’ এর অভিনেত্রী নিশ্চিত করলেন প্রযোজক জেনিফার ফেরদৌস।
অপু বিশ্বাস জানান, ‘অনেক ভালো লাগছে নতুন সিনেমায় কাজের সুযোগ পেয়ে। লকডাউনের পর আবারও যে কাজে ফিরতে পারবো সেটা কখনো ভাবিনি। তবে নতুন করে কাজে ফিরতে পেরে ভীষণ ভালো লাগছে।
নতুন সিনেমায় কাজ করছি দর্শকরা সব সময় যেভাবে আমার পাশে ছিলেন আশা রাখছি এভাবেই সব সময় পাশে থাকবেন। আমরা প্রযোজক বলতে সব সময় মনে করি একজন পুরু’ষকে। কিন্তু আমার সিনেমার প্রযোজক কোনো পুরু’ষ নয়, তিনি একজন না’রী তাঁর নাম জেনিফার ফেরদৌস।