যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা এলাকার হিল সাইড এভিনিউয়ের নিজ বাসা থেকে জিমাম চৌধুরী (২১) নামের এক তরুণের ম;র;দে;হ উ;দ্ধার করেছে পু’লিশ।
জিমাম নিউইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলের একমাত্র পুত্র। জেড চৌধুরী জুয়েল ও তার পরিবারের সদস্যরা এখন বাংলাদেশে আছেন।
জানা গেছে, শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জিমামের বন্ধুরা অনেকবার তার বাসার দরজায় ধা;ক্কা দেন। তাকে মোবাইল ফোনে না পেয়ে তারা পু’লিশকে জানান। পরে পু’লিশ ঘর তার থেকে ম;র;দে;হ উ’দ্ধার করে।
মৃ;ত জিমামের আত্মীয় রহমান মাহবুব বলেন, ‘আমি খবর পেয়ে বাসায় এসে দেখি জিমামের বন্ধুরা পু’লিশে খবর দি;য়েছেন। পু’লিশ ম;রদে;হ উ’দ্ধার করেছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃ;ত্যুর কারণ বলা যাচ্ছে না। জি;মাম তার পরিবারের স’ঙ্গে বাংলাদেশে গিয়েছিলেন। কয়দিন আগে একা নিউইয়র্কে ফিরে আসেন জিমাম।’