নারায়ণগঞ্জের সদর উপজে’লায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধ’র্ষণের শি’কার হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) দুপুরে ভু’ক্তভোগী ছাত্রীর বাবা বা’দী হয়ে একজনকে আ’সামি করে ফতুল্লা মডেল থানায় মা’মলা দা’য়ের করেন।
এ ঘ’টনায় অ’ভিযুক্ত ব্যক্তিকে গ্রে’ফতার করেছে পু’লিশ। গ্রে’ফতারকৃত হলো- উপজে’লার নন্দলালপুর এলাকার মৃ’ত মোবারক আলীর ছেলে মো. হোসেন (৫৫)।
মা’মলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রা’প্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘২৮ জানুয়ারি দুপুরে বাসার সামনে খেলা করছিল শি’শুটি। ওইসময় শি’শুটিকে চকলেট দেওয়ার কথা বলে ডেকে নিজের ঘরে নিয়ে ধ’র্ষণ করে হোসেন।
পরে শি’শুটিকে হ’ত্যাসহ বিভিন্ন ভাবে ভ’য় দেখিয়ে বের করে দেয়। ঘরে এসে শি’শুটি তার গালের কা’মড়ের দাগ দেখিয়ে মায়ের কাছে সব কিছু বলে দেয়।’
তিনি আরো বলেন, ‘এ ঘ’টনায় শি’শুর বাবা অভিযোগ দিলে রোববার দুপুরে অ’ভিযান চা’লিয়ে নন্দলালপুরের বাসা থেকে হোসেনকে আ’টক করা হয়। পু’লিশের প্রাথমিক জি’জ্ঞাসাবাদের শি’শুটিকে ধ’র্ষণের অভিযোগ স্বীকার করেছে হোসেন।
পরে দুপুরে শি’শুটির বাবা মা’মলা দা’য়ের করলে ওই মা’মলায় হোসেনকে গ্রে’ফতার দেখানো হয়। আর শি’শুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হোসেনকে আ’দালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’