দিনভর আবেগে ভাসলেন রাজ্যসভার সাংসদরা। সকালে প্রধানমন্ত্রী মোদি চোখের জল ফে’লেছিলেন। পরে বিদায়ী ভাষণে সেই আবেগ ফিরিয়ে দিলেন বিদায়ী কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বললেন, রাজনীতির তাদের বহুবার মৌখিক বিরোধ হয়েছে।
তবে প্রধানমন্ত্রী সে সব বিরোধিতা মনে রাখেননি, ব্যক্তিগত আ’ক্রমণ ভাবেননি। এর জন্য তিনি কৃতজ্ঞ। মঙ্গলবার ছিল রাজ্যসভার বিদায়ী সদস্যদের বিদায় সম্বর্ধ’না পর্ব। সেখানে আজাদ বলেন, তিনি গর্বিত যে তিনি একজন হিন্দুস্তানি মু’সলিম। তাকে যে পাকিস্তানে যেতে হয়নি, সে জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করেন।
গুলাম নবি বলেন, ”আমি সেই সব সৌভাগ্যবানদের একজন যারা কখনও পাকিস্তানে যাননি বা যাদের পাকিস্তানে যেতে হয়নি। পাকিস্তানের পরিস্থিতির কথা যখন পড়ি, একজন ভারতীয় মু’সলিম হিসাবে আমি গর্ববোধ করি।”
বিদায়ী ভাষণে সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকেও ধ’ন্যবাদ দিয়েছেন আজাদ। বলেছেন, ”অটলজির থেকে অনেক কিছু শিখেছি। সং’সদকে সচল রাখার, সং’সদের স্থিতাবস্থা কা’টানোর শিক্ষা তাঁর থেকেই পাওয়া।”
মঙ্গলবার সকালে গুলাম নবি আজাদের জন্য চোখের জল ফে’লেছিলেন মোদি। বলেছিলেন, আজাদের শূন্যস্থান পূরণ করা সম্ভব নয়। আজাদ এ দিন তার বক্তৃতায় বলেন,
”বহুবার আপনার স’ঙ্গে আমার মৌখিক বি’বাদ হয়েছে। আপনি যে সেই সব বিরোধ মনে রাখেননি, ব্যক্তিগত আ’ক্রমণ ভাবেননি তার জন্য আমি কৃতজ্ঞ।” এর পরই আজাদ মনে করিয়ে দেন, ”দেশও যৌথ প্রচেষ্টাতেই সফল ভাবে এগিয়ে যাবে, লড়াই করে নয়।”