ম’হামা’রি ক’রোনাভা’ইরাসেের উৎস সন্ধানে চীন সফররত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল জানিয়েছে, উহানের সেই গবে’ষণাগার থেকে এই ভাই’রাস ছড়ায়নি।
তবে ঠিক কোথায় ক’রোনার উৎস, তা জানতে আরও বড় পরিসরে কাজ করতে হবে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) উহানে এক সংবাদ সম্মেলনে এমন সি’দ্ধান্তে পৌঁছানোর কথা জানান ত’দন্ত দলের প্রধান পিটার বেন এম্বারেক।
এ সময় তিনি বলেছেন, উৎস শনাক্তে আরও অনেক কাজ করা প্রয়োজন। তিনি আরও বলেন, ত’দন্তে নতুন ত’থ্য পাওয়া গেছে। তবে তা ম’হামা’রি পরিস্থিতির ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন আনেনি।
তিনি জানান, ত’দন্তে বাদুড় থেকে প্রাকৃতিকভাবে এটি মানুষের শ’রীরে সংক্রমিত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে উহানে এভাবে সং’ক্র’মণ ছড়ানোর সম্ভাবনা কম।
সংবাদ সম্মেলনে এম্বারেক বলেন, ২০১৯ সালের ডিসেম্বরে উহানে প্রথম শনাক্ত হওয়ার আগে ভাই’রাসটির সং’ক্র’মণ এই শহরে ছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। চীনের স্বাস্থ্য কমিশনের বিশেষজ্ঞ লিয়াং ওয়ানিয়ান জানান, উহানে শনাক্ত হওয়ার আগে অন্য অঞ্চলে ক’রোনার উপস্থিতি থাকতে পারে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে ক’রোনা আ’ক্রান্ত প্রথম রো’গী শনাক্ত হয়। সং’ক্র’মণের খবর প্রকাশের পর বিজ্ঞানীরা অনুমান করেছিলেন,
ভাই’রাসটি সম্ভবত ওই শহরের একটি বন্যপ্রা’ণী কেনাবেচার বাজার থেকে মানুষের শ’রীরে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রে’সিডেন্ট ডোনাল্ড ট্রা’ম্প ও তার প্রশাসন শুরু থেকেই ক’রোনাভা’ইরাসে ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায়ী করে আসছে।
আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের ত’থ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত ক’রোনায় আ’ক্রান্তের সংখ্যা ১০ কোটি ৭০ লাখ ৩ হাজার ৫২৬ জন। এর মধ্যে মা’রা গেছেন ২৩ লাখ ৩৬ হাজার ২৪২ জন। বাকিরা সুস্থ হয়ে ওঠেছেন।