টলিউড অভিনেত্রী মিমি চ’ক্রবর্তী ও নুসরাত জাহানের সুস’র্ম্পকের কথা টলিপা’ড়ার সবারই জানা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আলাপ-আলোচনা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। সর্ম্পকে ভা’টা পড়েছে তাদের? এমন প্রশ্ন অনেকের মনে।
নুসরাত-মিমির বন্ধুত্বের সর্ম্প’ক অনেক দিনের। রাজনৈতিক মতাদর্শও একই তাদের। অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন দুজন একস’ঙ্গে। একে অপরকে ‘বোনুয়া’ বলেও ডাকেন। কিন্তু কী এমন হলো? যা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
জানা গেছে, সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে স্টো’রিতে একটি ছবি পো’স্ট করেন মিমি। যাতে লেখা, সমস্যাটা হলো মানুষ সততার পথে থাকলে, সে সবার কাছে অপ্রিয় হয়ে ওঠে। আবার মি’থ্যাচা’র করলে প্রিয় হয়। মিমির এক পোস্ট মানতে পারেননি নুসরাত।
পাল্টা পোস্ট করেন তার ইনস্টাগ্রামে স্টোরিতে।নুসরাত যে ছবি পোস্ট করেছিলেন তাতে লেখা ছিল, জীবনে কে তোমার সামনে সততা দেখাল? সেটা গুরুত্বপূর্ণ নয়। কে তোমার অ’নুপস্থিতিতেও সততা দেখাবে, সেটাই আসল।
বোঝা যাচ্ছে, সততা প্রশ্নে ভিন্নমত পো’ষণ করেছেন যাদবপুরের সাংসদ মিমি এবং বসিরহাটের সাংসদ নুসরাত। দল এক, নেত্রী এক, তবু বন্ধুতা আর সততা নিয়ে উ’ল্টো পথে হাঁটলেন তারা। আর তা থেকেই শুরু হয়েছে নতুন জ’ল্পনা। তবে ঠিক কী হয়েছে? তা পরিষ্কার করে বলেননি মিমি-নুসরাত। সূত্র: আ’নন্দবাজার।