মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজে’লার দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজের মসজিদ ২০১ গম্বুজ মসজিদ সপরিবারে পরিদর্শন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো.মোস্তাফিজুর রহমান।
(১৮ ডিসেম্বর) শুক্রবার বেলা ১১টায় তিনি মসজিদ প্রাঙ্গণে পৌঁছান, এসময় টাঙ্গাইল জে’লা প্রশাসক জনাব ডঃ মো. আতাউল গণি সপরিবারে তার সফরস’ঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
তাকে স্বাগত জানান গোপালপুর উপজে’লা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, গোপালপুর থানার অফিসার ই’নচার্জ মো. মোশাররফ হোসেন, উপজে’লা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যান ট্রাষ্টের সদস্য মো.আঃ হান্নান, আঃ মান্নান, আঃ করিম, মো. হুমায়ন কবির। দক্ষিণ পাথালিয়া গ্রামবাসীর পক্ষে শুভেচ্ছা মো. আঃ গনি মাষ্টার, মো. আঃ সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মো. তুলা প্রমুখ।
পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, মসজিদের নির্মাণ শৈলী ও কাঠামো দেখে আমি অভিভূত ও নির্মাতাদের মঙ্গল কামনা করছি বলে মন্তব্য করেন তিনি।