চীনে প্রথম ১৭৪ জনের শ’রীরে ক’রোনাভা’ইরাসেের অস্তিত্ব শনাক্ত হয়েছিল, তাদের বিস্তারিত ডেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয়া হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ক’রোনা ভাই’রাসের গতি-প্রকৃতি বুঝতে এই ডেটা খুব গুরুত্বপূর্ণ।
সম্প্রতি চীনে গিয়ে ক’রোনার উৎসের সন্ধান চা’লিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই দলে ছিলেন অস্ট্রেলিয়ার সংক্রামক রো’গ বিশেষজ্ঞ ডোমিনিক ডোয়ার।
চীন থেকে ফিরে তিনি এখন নিজ দেশে কোয়ারেন্টাইনে। সেখান থেকে ভিডিও কলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং মা’র্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে জানান , ‘প্রথম যে ১৭৪ জন শনাক্ত হয়েছিলেন, তারা মূ’লত লাইন লিস্টিং। অর্থাৎ তাদের ত’থ্যকে আমরা ‘র’ ডেটা বলছি। চীন শুধু সারাংশ দিয়েছে। বিস্তারিত ডেটা দিতে অস্বীকৃতি জানিয়েছে।’
তিনি আরও বলেন ‘কোনো প্রাদুর্ভাব বি’ষয়ে ত’দন্ত করতে গেলে ‘র’ ডেটা গুরুত্বপূর্ণ।’
‘ডোমিনিক বলেন, আমি জানি না, তারা কেন দেয়নি। রাজনৈতিক কারণ থাকতে পারে, অথবা অন্য কোনো কঠিন বি’ষয়। আমি জানি না। সবই অনুমান।’
গত বছর উহানের একটি সি ফুড সেন্টারে প্রথম ক’রোনাভা’ইরাসে প্রাদুর্ভাব শনাক্ত হয়। যে ১৭৪ জনের ত’থ্যকে ‘র ডেটা’ বলা হচ্ছে তারা এই বাজার থেকেই আ’ক্রান্ত হয়েছিলেন।