অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় ভারত। আর সফরকারীদের ইনিংস হচ্ছে যথাক্রমে ৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪, ১– আর সংখ্যাগুলো সাজিয়ে আপনি বাংলাদেশের ১১ ডিজিটের মোবাইল নম্বর বানিয়ে ফেলতে পারেন।
অস্ট্রেলিয়া পেসারদের সামনে এমনই বেহাল দশা হয়েছে ভারতের। আর এত অল্প রানে অলআউট হওয়ারও লজ্জার রেকর্ড গড়ে দলটি। নিজেদের প্রায় ৮৮ বছরের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোরে অলআউট হয়েছে কোহলিরা।
ভারতের সর্বোচ্চ ৯ রান করেছেন মায়াঙ্ক আগারওয়াল, হানুমা বিহারি করেছেন ৮ রান। শূন্য রানে ফিরেছেন তিনজন।
টেস্ট ক্রিকে’টে দলের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কে যেতে না পারার মাত্র দ্বিতীয় ঘ’টনা এটি। এর আগে ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে এমন লজ্জায় পড়েছিল দক্ষিণ আফ্রিকা।
টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ
১/ নিউজিল্যান্ড ২৬/১০ – প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯৫৫)
২/ দক্ষিণ আফ্রিকা ৩০/১০ – প্রতিপক্ষ ইংল্যান্ড (১৮৯৬)
৩/ দক্ষিণ আফ্রিকা ৩০/১০ – প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯২৪)
৪/ দক্ষিণ আফ্রিকা ৩৫/১০ – প্রতিপক্ষ ইংল্যান্ড (১৮৯৯)
৫/ দক্ষিণ আফ্রিকা ৩৬/১০ – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (১৯৩২)
৬/ ভারত ৩৬/১০ – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (২০২০)
টেস্ট ক্রিকে’টে ভারতের সর্বনিম্ন দলীয় সংগ্রহ
১/ ভারত ৩৬/১০ – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (২০২০)
২/ ভারত ৪২/১০ – প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯৭৪)
৩/ ভারত ৫৮/১০ – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (১৯৪৭)
৪/ ভারত ৫৮/১০ – প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯৫২)
৫/ ভারত ৬৬/১০ – প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (১৯৯৬)